ফটিকছড়িতে ক্ষেতে চুরি নিয়ে মারামারি যুবক নিহত

33

ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে সবজিক্ষেত পাহারা নিয়ে মারামারিতে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত এগারটায় মধ্যম খিরাম গ্রামের বিলের মাঝে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত আহত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের নাম মো. জামাল উদ্দিন ওরফে সাহেদ (৩৫)। তিনি ওই গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ ইলিয়াছ একই গ্রামের আবদুল গফুরের ছেলে।
এলাকার লোকজন জানান, প্রতিদিনের মত ওই রাতে দুইজনই ক্ষেতে পাহারা দিতে নিজেদের জমিতে অবস্থান নেন। দুজনের মধ্যে সবজি (বেগুন-মরিচ) চুরির বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি লাগে। এতে দুজনই দুজনের মধ্যে মারামারিতে গুরুতর আহত হলে এলাকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। দুজনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটায় জামাল উদ্দিন ওরফে সাহেদের মৃত্যু হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনার সাথে জড়িত মোহাম্মদ ইলিয়াছকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, ‘দুই যুবকই জমিতে চুরি ঠেকাতে পাহারা বসায়। এসব বিষয় নিয়ে রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি লাগে। পরে আহত অবস্থায় জামাল মারা যায় এবং অভিযুক্ত ইলিয়াছকে আমরা গ্রেপ্তার করি। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’