ফটিকছড়িতে কোভিড-১৯ হাসপাতালে শাহনগর উচ্চ বিদ্যালয়ের অনুদান

95

ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতালে রুপান্তর করা হচ্ছে। সকরারি অনুদান না থাকায় উপজেলাবাসীর ক্ষুদ্র দানে প্রস্তুত হচ্ছে এটি। স্বপ্নের হাসপাতাল গড়তে প্রতিদিন কোন ব্যাক্তি, সংগঠন, ব্যবসায়ী, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ অনুদান নিয়ে হাজির হচ্ছে উপজেলা কার্যালয়ে। তারই ধারাবাহিকতায় কোভিড-১৯ হাসপাতালে জন্য অনুদান দেয় উপজেলার লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ। গত সোমবার উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের হাতে অনুদানের ২ লাখ ৫০ হাজার ৫৮ টাকা তুলে দেয় পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের ছাত্র ইফতেখার চৌধুরীর উদ্যোগে গঠিত এই তহবিল থেকে লেলাং কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ১ লাখ ৫৮ টাকা অনুদান দেয় তারা। এসময় উপস্থিত ছিলন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহীন, সুলতান আহম্মদ, বেলাল উদ্দীন, শফিউল আজম, নাজিম উদ্দীন ডা. জয়নাল মুহুরী, হায়দার আলী, ডা. সুজন, ছরওয়ার উদ্দন, মঈনুল হাসান, সাকিল মাহমুদ, মোস্তাফা কামাল, ডা. প্রদীপ, আনোয়ার ছোটন, ইয়াছিন জনি, মোস্তাফা কামরুল, শাকিল উদ্দীন, আনোয়ার হোসেন, জাহেদ পারভেজ, মুন্না, অলি উল্লাহ, আফাজ উদ্দীন, হাকিম উল্লাহ। উল্লেখ্য, উপজেলা সদরের সরকারি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি জনবল না থাকায় বিশেষায়িত কোভিট-১৯ হাসপাতালে রুপান্তর করা হয়। আগামী ২৬ জুলাই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সরকারি অনুদান না থাকায় উপজেলাবাসীর ক্ষুদ্র ক্ষুদ্র দানে প্রস্তুত হচ্ছে