ফটিকছড়িতে আছমত উল্লাহ শাহ (র.)র বার্ষিক ওরশ

58

আধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ হযরত শাহসুফী মাওলানা সৈয়দ মুহাম্মদ আছমত উল্লাহ শাহ (রহ.) এর বার্ষিক ১৪০তম ওরশ শরীফ গত ১২ ফেব্রæয়ারি উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের ১নং ওয়ার্ডে মাজার প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। এতে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে ওরশ পরিচালনা কমিটি। হযরত মাওলানা সরোয়ার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ওরশের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন। এতে বিশেষ ছিলেন ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার। প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী। বিশেষ অতিথি ছিলেন আব্দুল কুদ্দুস, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, রফিকুল আলম, ডা. সোলায়মান, কাউন্সিলর জসিম, উপজেলা যুবলীগের সদস্য মোরশেদুল আলম, এসএম মাসুদ পারভেজ, আক্কাস আলী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফাজ উদ্দিন বাপ্পী, এস.এম নঈম উদ্দিন ও এসএম এনামুল হক। এতে অন্যদের মধ্যে উপসিস্থত ছিলেন মাওলানা মুহাম্মদ আহমদ রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা ইমাম উদ্দিন, হাফেজ মু. তারেক, মু. লোকমান, মাহফুজুল ইসলাম মুন্না, সিরাজুল ইসলাম চৌধুরী, কামরুল হাসান, রফিকুল ইসলাম মিয়া, মো. জাহেদ, মো. কামাল, হাফেজ মো. এরশাদ, সজিব, ছোটন প্রমুখ।