ফটিকছড়িতে অভিযাত্রিক পরিষদের সংবর্ধনা

52

ফটিকছড়ির জাফতনগরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি, পিইসি, জেডিসি এবং স্ব স্ব প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদেরকে পুরষ্কার ও অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে অভিযাত্রিক পরিষদ। গত ২৫ জানুয়ারি স্থানীয় লতিফ রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ওসমান গণি। পরিষদের সাবেক সভাপতি রোহান মো. ইয়াকুব এবং সহসভাপতি মো. মহসিন হায়দারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ, প্রধান বক্তা ছিলেন চাকসু’র সাবেক সদস্য হোসেন শহীদ মুফতি, বিশেষ অতিথি ছিলেন জাফতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, অভিযাত্রিক পরিষদের সাবেক সভাপতি এস এম জাকারিয়া জকু, শাহজাদা সৈয়দ সাইফুদ্দৌলা, অধ্যাপক নাসির উদ্দীন, আবু তাহের জসীম, লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মহিউদ্দীন, জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর। বক্তব্য রাখেন ব্যাংকার মো. সালাউদ্দীন, প্রভাষক মো. গিয়াস উদ্দীন সাজিদ, মো. তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন রঞ্জিত কুমার বড়ুয়া, মো. জহুর উদ্দীন টিপু, নির্জন কান্তি বড়ুয়া, সারথী ধর, ইন্দিরা রাণী বড়ুয়া, এড. নাছির উদ্দিন মুহসিন, ডা. শফিউল আজম, মো. ইব্রাহিম মানিক, মো. হুমায়ুন কবির ফয়েজ, মো. আবদুল্লাহ আল নোমান, মো. আবদুল হাকিম পারভেজ, মো.আমান উল্লাহ, মো. নুরুল আজম, মো. শাকিল ইমতিয়াজ ইমু, মো. মমিনুর রশিদ, রামিম, নাইম, আমান উল্লাহ, রিদুয়ান প্রমুখ। বিজ্ঞপ্তি