ফজলুল হক গণপাঠাগার রাউজানের ৩২ শিক্ষার্থীকে দেয়া হবে শিক্ষাবৃত্তি

20

রাউজানের কীর্তিমান পুরুষ, মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজানের ৩২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ১ বছরের শিক্ষা ব্যয় প্রদান করা হবে। এছাড়া বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। মরহুমের সন্তান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি জানান, এ শিক্ষাবৃত্তির জন্য কোন পরীক্ষায় অংশ নিতে হবে না। আগ্রহীদের (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) আগামী ৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা- মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান মৃত্যুবার্ষিকী পালন উপ-কমিটি, প্রযত্নে- শব্দাঞ্জলি, ৭ বঙ্গবন্ধু ভবন (৩য় তলা), ৮ সিডিএ বা/এ, মোমিন রোড, চট্টগ্রাম।