প্লাস্টিকের বোতলে নিষেধাজ্ঞা ভারতীয় বিমান সংস্থার

53

যাত্রীদের প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বিমান সংস্থা ভিস্তারা এয়ারলাইন। প্লাসটিক বোতল থেকে শুরু করে প্লাসটিকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে সংস্থাটি। প্রাথমিকভাবে সংস্থার পক্ষ থেকে দিল্লি থেকে মুম্বইগামী বিমানে বন্ধ করা হয়েছে প্লাসটিক দ্রব্যের ব্যবহার। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য রুটে এটি বাস্তবায়ন করবে। বিশ্বে প্লাস্টিকের দূষণ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এর বিরুদ্ধে অবস্থান নিতে এই পদক্ষেপ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। পানীয় জল পরিবেশনের ক্ষেত্রে বিশেষ ধরনের পেপার কাপ ব্যবহার করা হবে সংস্থার তরফে বলে জানা গিয়েছে। মোট ৫০ শতাংশ পর্যন্ত প্লাসটিক ব্যবহার বন্ধ করার চেষ্টা করবে এই বিমান পরিষেবা সংস্থা। ভারতে বিমান পরিষেবার ক্ষেত্রে ভিস্তারাই একমাত্র পরিবহন সংস্থা যারা ইকোনমি ক্লাসে জীবাণু বিয়োজ্য উপকরণ ব্যবহার করে। প্লাসটিকের বাসনপত্রের বদলে ইকোনমি ক্লাসে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের পাত্র। পিওর ইকোনমির ক্ষেত্রে চীনা মাটির পাত্রের ব্যবহার, প্লাসটিক স্ট্রয়ের জায়গায় কাগজ এবং কাঠের জিনিসের ব্যবহারও শুরু করেছে এই সংস্থা।