প্লাস্টিকজাত দ্রব্য নিষিদ্ধ করছে চীন

42

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে চীন। বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহারকারী দেশটির সরকার জানায় ২০২০ সালের মধ্রে অপচনশীল প্লাস্টিক বড় শহরগুলো থেকে নিষিদ্ধ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রাণীকে বিষাক্ত ও আহত করার পাশাপাশি খাদ্যপণ্যে প্লাস্টিকের সর্বব্যাপী উপস্থিতি মানুষের হরমোনের ওপর প্রভাব ফেলছে। এটি জীবন শঙ্কাকারী নানা রোগ ও আগাম বয়ঃসন্ধির একটি বড় কারণ। প্লাস্টিকের অধিক ব্যবহার আমাদের গ্রহের টিকে থাকার চ্যালেঞ্জও বাড়িয়ে তুলছে। এসব দূষণ বন্ধের জন্য লাখ লাখ ডলার ব্যয়ে প্রচারণা শুরু করেছে বিভিন্ন সংগঠন। চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন রোববার প্লাস্টিক সংক্রান্ত নতুন নীতিমালা প্রকাশ করে জানায়, আগামী পাঁচ বছর ধরে নীতিমালাগুলো বাস্তবায়ন করা হবে। নতুন নীতিমালায় বলা হয়েছে, ২০২২ সালে সব শহর ও মফস্বল এলাকায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হলেও তাজা পণ্য বিক্রয়কারী বাজারগুলোকে ২০২৫ সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হবে। ২০২০ সালের মধ্যে রেস্তোরাঁ শিল্পেও একবার ব্যবহারযোগ্য স্ট্র নিষিদ্ধ করা হবে।