প্রেস বক্সে ইশ

30

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা উড়ন্তই করেছিল বাংলাদেশ। সৌম্য, তামিমের ধুন্ধুমার ব্যাটিংয়ে বুঁদ হয়েছিল ট্রেন্ট ব্রিজের গোটা গ্যালারি। বাংলাদেশ, বাংলাদেশ চিৎকারে বারবারই কেঁপে উঠছিল।
ট্রেন্ট ব্রিজের প্রেসবক্সেও ছিল বিস্ময়। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের গোলাসম বল শক্ত হাতে সামলাতে দেখে দেশি তো বটেই বিদেশি সাংবাদিকরাও সৌম্য, তামিমের উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন। কিন্তু হঠাৎ সেই উচ্ছ্বাস থেমে গেল।নেমে এলো নীরবতা। পাশ থেকে ভেসে এল ইশ।
কেননা তাদের প্রশংসা বাক্য চলাকালীর মিড অন থেকে অসাধারণ থ্রোতে সৌম্যর স্ট্যাম্প ভেঙে দিলেন অ্যারন ফিঞ্চ। মাত্র ১০ রানে ড্রেসিংরুমের পথ ধরলেন সৌম্য।