প্রেস ক্লাব ও লায়ন্স ক্লাবের আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্প

28

চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সহযোগিতায় সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প শনিবার সকাল থেকে প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রæপ নির্ণয়, ডায়াবেটিক স্ক্রিনিং, অর্থোপেডিক চিকিৎসা দেয়া হয়। এ উপলক্ষে লায়ন্স ক্লাবের ডায়াবেটিক অ্যাওয়ার্নেস কমিটির চেয়ারম্যান লায়ন ডা. জাকিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
কমিটির সেক্রেটারি লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন লায়ন্স জেলার প্রথম ভাইস গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সিইউজে’র সাবেক সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, লায়ন্স জেলার কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন কাশেম শাহ প্রমুখ।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় দেড়শ রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়। ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন প্রসুন কুমার বড়–য়া, লায়ন হারুন ইউসুফ, লায়ন শামীম মোস্তফা, লায়ন শওকত আলী, লায়ন হুমায়ুন কবীর, লায়ন মনিরুল কবীর, লায়ন নূর মোহাম্মদ বাবু, লায়ন জাহানারা বেগম, লায়ন মনোয়ারা বেগম, লায়ন বেলাল উদ্দিন, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, লায়ন হুমায়ুন কবীর হিমু, লায়ন একেএম সালাহউদ্দিন, লায়ন জাহাঙ্গীর উদ্দিন, লায়ন আউয়াল হোসেন পাটোয়ারী, লায়ন ফাতেমা ইসমত আরা, লায়ন আবদুর রব শাহীন,লায়ন ডা. রেজাউল ইসলাম, লায়ন কবীরুল ইসলাম, লিও জেলা সভাপতি শাহরিয়ার ইকবাল প্রমুখ। বিজ্ঞপ্তি