প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন গৃহবধূ জেসমিন আক্তার হত্যার আসামিদের গ্রেপ্তার চান বাদী

5

 

ফটিকছড়ির বিবিরহাটস্থ মোমিন টাওয়ারের সপ্তম তলার ছাদ থেকে ফেলে গৃহবধূ জেসমিন আক্তার (১৮) হত্যা মামলার আসামিদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মা ওয়াছ খাতুন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। নিহত জেসমিন আক্তার ফটিকছড়ি উপজেলার পশ্চিম সুন্দরপুরের কান্দির পাড় এলাকার চিকন মিয়া মিস্ত্রী বাড়ির আবদুর রহিমের কনিষ্ট মেয়ে।
সংবাদ সম্মেলনে ওয়াছ খাতুন বলেন, নাজিরহাট পৌরসভাস্থ দৌলতপুরের হাফেজ চৌধুরী বাড়ির নুরুল আলমের পুত্র প্রবাসী মো. আরফাতের সাথে মোবাইলে জেসমিনের পরিচয় পরবর্তী প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিগত ২০২১ সালের ১৪ ফেব্রæয়ারি চট্টগ্রাম আদালত ভবনস্থ জনৈক এক আইনজীবীর চেম্বারে নিয়ে মো. আরফাতকে ভিডিও কলে রেখে ভার্চুয়ালি আক্দ পড়ানো হয়। এরপর শ্বশুরপক্ষের লোকজন জেসমিনকে বিবিরহাটস্থ মোমিন টাওয়ারের বাসায় নিয়ে যায়। এরমধ্যে বিভিন্নসময় জেসমিনকে মারধর করে আরাফাতের পরিবারের সদস্যরা। গত বছরের ১৮ মে দুপুরে স্বামীর পরিবারের সদস্যরা পারস্পরিক যোগসাজশে জেসমিন আক্তারকে বাসার ছাদে তুলে ধাক্কা দিয়ে নিয়ে ফেলে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত করছে পিবিআই।
তিনি বলেন, বর্তমানে মামলা তুলে নিতে আসামিরা মামলার বাদী ও বাদীর পরিবারের সদস্যদের চাপ সৃষ্টিসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে। ফলে মামলার বাদী ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। নিহত জেসমিন হত্যা মামলার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এ মামলার সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন বাদী। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহিম, মুহাম্মদ রানা, মোছাম্মৎ রীমাসহ পরিবারের সদস্যরা।