প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা

8

 

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে অনলাইনে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বাংলা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব। পক্ষকালব্যাপী অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ড। সমাপনী পর্বের বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে, শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র ক্যারিয়ার কেন্দ্রিক হওয়া উচিত’। সংসদীয় পদ্ধতির এই বিতর্কে অংশ নেয় ‘ঈগল হাউস’ এবং ‘কাইট হাউস’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না; একই সাথে তিনি স্পিকার হিসেবে বিতর্ক পরিচালনা করেন। তিনি বলেন, বিতর্ক মানুষের চিন্তাকে শাণিত করে। মানুষের চিন্তার উন্নয়নে বিতর্ক অনন্য ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ‘কাইট হাউস’এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নাজমুল হায়াত। উল্লেখ্য, স্কুলের তৃতীয় থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতায় এ গ্রুপে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) চ্যাম্পিয়ন হয় তৃতীয় শ্রেণি এবং বি গ্রুপে (ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণি) চ্যাম্পিয়ন হয় সপ্তম শ্রেণি। সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ইইউএম ইনতেখাব এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি