প্রীতি ম্যাচে ইরানকে না পেয়ে স্বস্তি!

19

বিশ্বকাপ বাছাই পর্বের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে জেমি ডে’র শিষ্যদের প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান, ওমান ও বিশ্বকাপের স্বাগতিক কাতার। ১০ সেপ্টেম্বর আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের কঠিন মিশন। তার আগে প্রস্তুতি ম্যাচে ইরানের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু অঙ্কুরেই শেষ সেই সম্ভাবনা!
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ
বলেছেন, ‘এটা নিশ্চিত যে প্রীতি ম্যাচে ইরানকে পাচ্ছি না আমরা। তাদের সঙ্গে আমাদের সূচি মিলছে না। আপাতত বেশ কয়েকটি দেশের ফেডারেশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।’
ফুটবল অবকাঠামো, শক্তি অথবা র‌্যাংকিং সব কিছুতেই ইরানের সঙ্গে বাংলাদেশের যোজন যোজন ব্যবধান। জাতীয় দলের কোচ জেমি ডে তাই প্রীতি ম্যাচে ইরানকে না পেয়ে স্বস্তিতে। তিনি বলেছেন, ‘ফিফা র‌্যাংকিংয়ে ইরানের অবস্থান ২৩, আর আমরা ১৮২ নম্বরে। এত শক্তিশালী দলের বিপক্ষে খেলে আমাদের তেমন লাভ হবে না। ’