প্রীতিলতা ট্রাস্ট ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের মানববন্ধন

36

অগ্নিযুগের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৮৮তম আত্মাহুতি দিবস উপলক্ষে প্রীতিলতার স্মৃতি বিজড়িত পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব ও চট্টগ্রাম কারাগারে ফাঁসীর মঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নাম ও মুর‌্যাল সংযুক্তসহ ব্রিট্রিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীদের স্মৃতি বিজড়িত স্থান ও বসতভিটা সমূহ রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবীতে বৈশিক করোনা পরিস্থিতির সকল স্বাস্থ্যবিধি মেনে গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ধলঘাট প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে এক মানববন্ধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব লায়ন বাপন দাশগুপ্ত। উক্ত অনুষ্ঠানে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক বলেন, চট্টগ্রাম শহরে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবের সামনে নির্মিত ভাস্কর্যটি আগামী প্রজম্মকে যুগ যুগ ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সমাজের যেকোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যোগাবে। পংকজ চক্রবর্তী বিপ্লবীদের স্মৃতি রক্ষার নিম্নে প্রদত্ত ৮ দফা দাবী তুলে ধরেন। মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ (টুটুন), অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা তাপস হৌড়, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব অরুন কান্তি মল্লিক, নারায়ন মজুমদার, শিক্ষক উত্তম চক্রবর্তী, নারায়ন কান্তি দাশ, ইঞ্জিনিয়ার সঞ্চয় চক্রবর্তী মানিক, তপন ভট্টাচার্য্য, বিপ্লবী পুত্র অনুপ রক্ষিত, বিপ্লবী পুত্র বিভু চক্রবর্তী, বিপ্লবী পরিবারের সদস্য অশোক চক্রবর্তী লিংকন, মোহাম্মদ আলী (সহকারী প্রধান শিক্ষক), প্রীতিলতা স্মৃতিকানন স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা চক্রবর্তী, সহকারী শিক্ষিকা মঞ্জু রায়, মিসেস সুলতানা রাজিয়া, রুপক চক্রবর্তী আরো অনেকে। বিজ্ঞপ্তি