প্রীতিলতার আত্মত্যাগের ইতিহাস প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে

42

ফেইসবুক লাইভের মাধ্যমে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাপ্তাহিক সাহিত্য গত ৪ মে বিকেলে অনুষ্ঠিত হয়। বিট্রিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মাস্টার দা সুর্যসেনের সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দারের জন্মবার্ষিকী স্মরণে নিবেদিত এ সাহিত্য আড্ডায় কথামালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, পশ্চিমবঙ্গের কবি ও সাংবাদিক রাজীব ঘাঁটি, সঙ্গীত পরিবেশন সংগঠনের সহ সভাপতি লুপর্ণা মুৎসুদ্দী, সাংস্কৃতিক সম্পাদিকা কাকলী দাশ গুপ্তা, সুকুমার দে,আবৃত্ত প্রশিক্ষণ সম্পাদক আবৃত্তি করেন সংগঠনের সাংগাঠনিক সম্পাদক বিজয় শংকর চৌধুরী। তবলায় ছিলেন কাব্য দাশ, সুচয়ন দে জয়। অনুষ্ঠান পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। সভার শুরুতে করোনা ভাইরাসসহ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত সকল ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এক বিবৃতিতে বক্তারা বলেন করোনা ভাইরাসের ভয়াবহতায় আজ বিশ্বের কোটি কোটি মানুষ চরম উৎকন্ঠা আর দুশ্চিন্তায় জীবনযাপন করছে। ইতিমধ্যে বিশ্বে প্রায় ২লক্ষ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, ৩৫ লক্ষ মানুষ আক্রান্ত। বাংলাদেশেও প্রায় ১৭৭ জন লোক মারা গিয়েছে এবং দশ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছে। যার কারণে আমরা সকলে জীবনের কঠিন ও চরম দুঃসময় অতিক্রম করছি। সভায় বক্তারা বলেন দেশমাতৃকার জীবন উৎসর্গকারী বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দাদার বাঙালীর অহংকার আর আদর্শের মুর্ত প্রতীক। এরকম দেশপ্রেমিক মহিয়সী নারী ক্ষণাজন্মা মানুষ হিসেবেই পৃথিবীতে আসে। দেশের জন্য জীবন উৎসর্গকারী এই মহান মানুষটির জীবনাদর্শ বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সভায় বক্তারা প্রীতিলতার জীবন কর্ম থেকে বর্তমান কঠিন ক্রান্তিকাল উত্তরণের জন্য সকলকে ঐক্যবদ্ধ দেশপ্রেমের শক্তিতে মহিয়ান হওয়ার আহব্বান জানান। বিজ্ঞপ্তি