প্রিয় রবীন্দ্রনাথ

32

কোন সে কবি এই দেশেতে জন্ম নিয়ে সুখী
কে লিখেছে তালগাছেরা আকাশে দেয় উঁকি।
মেঘের কোলে রোদ হেসেছে পাঠশালা আজ ছুটি
শেয়ালহাঁকা হাঁটু জলের সেই নদীতে জুটি।

কার ছড়াতে মেঘ ছুটে যায় চাঁদের লোভে লোভে
দিনের আলো হারিয়ে যায় সূয্যি যখন ডোবে।
কার লেখাতে বাঁধ ভেঙেছে চাঁদের হাসির রাত
তোমার আমার বিশ্বকবি প্রিয় রবীন্দ্রনাথ।

ফটিক নামের সেই কিশোরের দুখী মনের কথা
ভেবে ভেবে নেমে আসে শুধু নীরবতা।
মাকে নিয়ে বীরপুরুষের গল্প রোজই শুনি
অমল যখন সামনে আসে আকাশতারা গুনি।

কার লেখাতে বোশেখ আসে নিয়ে তাপের গান
বিষ্টি পড়ে টাপুর টুপুর নদে আসে বান।
‘আমার সোনার বাংলা গানে কে করেছে মাত
তোমার আমার বিশ্বকবি প্রিয় রবীন্দ্রনাথ।