প্রিয় ইশকুল

68

তানহা তাবাসসুম
শ্রেণি-পঞ্চম
সেন্ট স্কলাসটিকা গার্লস স্কুল এন্ড কলেজ,
পাথরঘাটা, চট্টগ্রাম।

গত মার্চ মাস থেকে আমি ইশকুলে যেতে পারছি না। শুধু আমি একা নই, পৃথিবীর কোন শিক্ষার্থীই এখন ইশকুলে যেতে পারছে না করোনা অসুখের কারণে। পুরো পৃথিবী করোনার সাথে লড়াই করছে সেইজন্য আজ অবধি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
ইশকুলে যাচ্ছি না বলে ইশকুলের বন্ধুদের কারো সাথে খেলতে পারছি না, কথা বলতে পারছি না? তাদের সাথে দেখা হচ্ছে না কতদিন হয়। তাদের জন্য খুবই লাগছে লাগছে, মন কেমন করে! আমার খুবই একা একা লাগে। ইচ্ছে করে আবার সেই সময়ে ফিরে যাই। কিন্তু আমি জানি সেটা কখনো সম্ভব নয়, যতদিন এই করোনা অসুখ যাবে না। আমি যখনিই বের হই তখন মাস্ক ব্যবহার করি। প্রয়োজন অনুযায়ী সাবান দিয়ে হাত ধুই।
করোনা অসুখের কারণে নানা প্রতিবন্ধকতার মাঝেও আমাদের মা বাবা আমাদের অনেক যতেœ-খুশিতে রাখার চেষ্টা করছেন।
ইশকুলের বন্ধু-সাথীদের পাশাপাশি স্যার-ম্যমদের কথা খুব মনে পড়ে। তাঁদেরকেও খুব মিস করছি। মনে পড়ে আমাদের ক্লাস রুমের কথা। আমাদের ছোট্ট পরিসরের ইশকুল মাঠের কথা।
কিন্তু করোনার জন্য সব মিস করছি। এই করোনা অসুখ অবশ্যই একদিন চলে যাবে। তার আগে আমরা সবাই নিজদেরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো। বাইরে বেরুনোর আগে মাস্ক ব্যবহার করবো। প্রয়োজন মতো হাত ধু’বো। নিজেকে অবশ্যই সুরক্ষিত রাখবো। আমার মতো সব বন্ধুদেরও বলছি- চলো বন্ধুরা আমরা সবাই নিজেরাই সুরক্ষিত থাকি, সাবধানে থাকি! তবে না অবশ্যই এই করোনা অসুখ চলে যেতে বাধ্য হবে। তখন আমরা সবাই আবার আমাদের প্রিয় ইশকুলে সবাই যেতে পারবো, সকল পড়ার সাথীরা আগের মতো মিলিত হতে পারবো। কাছে পাবো আবার আমাদের আগের সেই প্রিয় শিক্ষকমন্ডলী, প্রিয় ইশকুল, ইশকুল মাঠ, প্রিয় শিক্ষাঙ্গন।