প্রিমিয়ার লিগে কষ্টের জয় ঢাকা আবাহনীর

36

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে আবাহনী লিমিটেড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ১-০ গোলে জেতা আবাহনী ২০ ম্যাচে ১৭ জয়ে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে।
অন্য ম্যাচে নোফেল স্পোর্টিংকে ২-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে টিম বিজেএমসিকে ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং বসুন্ধুরা কিংস-আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ স্থগিত।
শুরু থেকে আবাহনীর রক্ষণে চাপ দিতে থাকে প্রথম পর্বে ২-০ গোলে জেতা শেখ রাসেল। তবে শহীদুল আলম সোহেলের দৃঢ়তায় গোল পায়নি দলটি। তৃতীয় মিনিটে ইউক্রেনের ফরোয়ার্ড ভালেরির শট ঝাঁপিয়ে আটকানোর সাত মিনিট পর খালেকুরজামানের ফ্রি-কিকে রাফায়েল ওডোইনের হেড পাঞ্চ করে ফেরান তিনি।
৩০তম মিনিটে রুবেল মিয়ার বাড়ানো বলে জুয়েল রানার টোকা পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে জীবন লক্ষ্যভ্রষ্ট শটে আবাহনীর হতাশা আরও বাড়ান।
৫৯তম মিনিটে কাক্সিক্ষত গোল পায় শিরোপাধারীরা। বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে ডি-বক্সে ঢুকে গায়ের সঙ্গে সেঁটে থাকা এলিসন উডোকাকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন জীবন। এ গোল ধরে রেখে লিগে টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বসুন্ধুরা কিংস-আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ মাঠে গড়ানোর আট মিনিট পর ভারী বৃষ্টি শুরু হয়। ঘণ্টাখানেক অপেক্ষার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে ম্যাচ স্থগিত করার কথা জানায়। আজ শুক্রবারে বাকি সময়ের খেলা হবে বলেও জানিয়েছে তারা।