প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচ গুয়ার্দিওলা

36

প্রিমিয়ার লিগের লিভারপুলকে অল্পের জন্য পেছনে ফেলে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এবার প্রিমিয়ার লিগের সেরা কোচের দৌঁড়েও লিভারপুল কোচ জার্গেন ক্লপকে পিছনে ফেললেন স্কাই বøুজদের হেডস্যার পেপ গুয়ার্দিওলা। প্রিমিয়ার লিগ জামানার তৃতীয় কোচ হিসেবে সম্প্রতি খেতাব ধরে রাখার অনন্য কীর্তি গড়ার পর প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচের শিরোপা জিতে নিলেন পেপ।
মৌসুম সেরা কোচের লড়াইয়ে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের অদূরে দাঁড়িয়ে থাকা জার্গেন ক্লপ। তবে প্রিমিয়ার লিগের সেরা কোচের দৌঁড়ে ক্লপের স্বল্প ব্যবধানে পিছিয়ে পড়ার কারণ হিসেবে লিভারপুলের খেতাব হাতছাড়ার বিষয়টিকেই দেখছেন বিশেষজ্ঞরা।
মৌসুম সেরা কোচের দৌঁড়ে তৃতীয় স্থানে শেষ করেছেন টটেনহ্যাম কোচ মৌরিসিও পোচেত্তিনো।
ছয় বছর পর প্রিমিয়ার লিগের মূলগ্রোতে ফিরে এসে সপ্তম স্থানে মৌসুম শেষ করেছে উলভস। এহেন চমকপ্রদ উত্থানের পুরস্কার স্বরূপ প্রিমিয়ার লিগের সেরা কোচের দৌঁড়ে চতুর্থ স্থানে শেষ করলেন উলভস কোচ নুনো এসপিরিতো। ৩৮ ম্যাচে রেকর্ড ৫৭ পয়েন্ট নিয়ে ম্যানইউয়ের ঠিক পেছনেই দৌঁড় শেষ করেছে তারা।