প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু

39

‘তারুণ্য তব ভাঙার গানে, জাগবে প্রলয় ক্ষুব্ধ প্রাণে’ শ্লোগানকে সামনে রেখে নগরীর দামপাড়াস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে পিইউডিএস ৭ম জাতীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে গতকাল শুক্রবার। এই বিতর্ক উৎসবে ২৪টি স্কুল বিতর্ক দল, ১৮টি কলেজ বিতর্ক দল ও ৩২টি বিশ্ববিদ্যালয় বিতর্ক দল অংশ নিচ্ছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসব চলবে ১৬ মার্চ পর্যন্ত। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. তৌফিক সাঈদ। পিইউডিএস-এর চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারি ডিন মইনুল হক, আইন বিভাগের সহকারি অধ্যাপক হিল্লোল সাহা, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক নিলুফার সুলতানা ও তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক সাইফুদ্দিন মুন্না। পিইউডিএস-এর প্রাক্তন সভাপতি তানভির আহমেদ সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাবের শাহ, পিইউডিএস-এর প্রাক্তন সাধারণ সম্পাদক শুভাশিষ চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি তন্ময় বড়–য়া, সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তাসনিয়া আল সুলতানা ও প্রতিযোগিতা পরিচালক সাজিদ আনোয়ার।উদ্বোধক ড. তৌফিক সাইদ বলেন, ‘শিক্ষার্থীদের জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য বিতর্ক সঠিক পথ বাছাই করতে সাহায্য করে। ভালো, মন্দ খুঁজে পেতে বিতর্কের বিকল্প নেই। পিইউডিএস ধারাবাহিকভাবে বিতর্কের যে চর্চা করে যাচ্ছে তা নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক ভূমিকা রাখবে।’
উদ্বোধনী পর্ব শেষে দিনব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা ও চট্টগ্রামের জাতীয় পর্যায়ের বিচারকরা প্রতিযোগিতার বিচারকার্য সম্পাদন করেন। ১৫ মার্চ বিশ্ববিদ্যালয় পর্যায়ের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও ১৬ মার্চ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হবে। খবর বিজ্ঞপ্তির