প্রাথমিক শিক্ষা বিস্তারে উপজেলায় রোল মডেল মধ্য রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়

109

প্রাথমিক শিক্ষা বিস্তার ও শিশুদের মননশীল মানসম্মত শিক্ষায় রোল মডেল উপজেলার রাউজান সদর ইউনিয়নে অবস্থিত মধ্য রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুবান্ধব প্রাকৃতিক ও স্বপ্লিন পরিবেশে গড়ে ওঠা এ বিদ্যালয় শিক্ষা বিস্তারে অন্যন্য অবদান রাখতে সক্ষম হয়েছে। সু-সজ্জিত বাউন্ডারী ওয়ালের ভিতর শিশুদের আকর্ষনের জন্য রয়েছে মসজিদ, মিনি শিশু পার্কসহ বিভিন্ন উপাদান। রয়েছে ফুলের বাগান, ওযু ঘাট, বিদ্যালয়ের নাম অংকিত ডিজিটাল সাইনবোর্ড, শহীদ মিনার, বিভিন্ন মানচিত্র, সুসজ্জিত শ্রেনী কক্ষ, কার্যকরি একটি মহানুভবতার দেয়াল, শিক্ষা ম‚লক বিভিন্ন চাট, সমস্ত বিদ্যালয় জুড়ে বিভিন্ন মনিষীদের ছবি আর দেয়াল জুড়ে রয়েছে বিভিন্ন শিক্ষনীয় বাণী। সরকারি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির আর্থিক সহযোগিতায় এসব সম্ভব হয়েছে বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবারক আলী জানান। মানসম্মত শিক্ষা ও যুগোপযোগী পরিবেশের গড়ে তোলা উপজেলার রাউজান সদর ইউনিয়নের এ বিদ্যালয়টি জেলা ও উপজেলা জুড়ে বেশ সুনাম অর্জন করেছে। এলাকার সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি অবহেলিত এ বিদ্যালয়টির সভাপতি হিসেবে দায়িত্ব দেন এলাকার বিশিষ্ট সমাজসেবক বহু সমাসেবি প্রতিষ্টানে জড়িত সংগঠক ও শিক্ষানুরাগি এম. মোজাম্মেল হক খোকনকে। তিনি দায়িত্বভার গ্রহনের পর থেকে বিদ্যালয়টি আলোর মূখ দেখতে শুরু করে। এতে শিক্ষাসহ নানান অবকাটামো দ্রুত উন্নতি সাধিত হয়। যার কারনে এ অবদানের স্বীকৃতিতে বিদ্যালয়ের সভাপতি এম. মোজাম্মেল হক খোকন ২০১৪ সালে সদর ক্লাস্টারের শ্রেষ্ঠ সভাপতি, ২০১৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। শিক্ষার মনোন্নয়নে বিশেষ অবদানে এম. মোজাম্মেল হক খোকন এবার ২০১৯ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। বিদ্যালয়টির সভাপতি হিসেবে এম. মোজাম্মেল হক খোকনের দায়িত্ব গ্রহনের পর থেকে উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্য রয়েছে বিদ্যালয়ে নতুন সুসজ্জিত ভবন, সুসজ্জ্বিত লাইটিং সম্বলিত সীমানা প্রাচীর নির্মান, মাঠ ভরাট, নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের মুল ফটকে গেইন নির্মান, সাংসদের সহযোগিতায় স্কুল ফিডিং চালু, টেলেন্টপুল বৃত্তিসহ শতভাগ সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ, সাধারন ও টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, একই সময়ে দুটি ম্যাগাজিন প্রকাশ, বিদ্যালয়ের আঙ্গীনায় সবজি বাগান, ফুলের বাগান, ফলের বাগান, ঔষধী গাছের ছাড়া রোপণ, জাতীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যায় পালন, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, নিজস্ব অর্থায়নে মিড ডে মিল চালুকরন, সততা ষ্টোর, মানবতার দেওয়াল, বঙ্গবন্ধুর থিম কর্নার ও লাইব্রেরি স্থাপন, সাংস্কৃতিক ক্লাস চালুকরন, খন্ডখালীন শিক্ষক নিয়োগ, পুরস্কার বিতরণ, নিজস্ব পোশাকে খেলাধুলায় অংশগ্রহণসহ নানা কমূসূচি পালনের কারনে এ বিদ্যালয়টি এখন উপজেলায় রোল মডেল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবারক আলী বলেন, বিদ্যালয়ের এ উন্নয়নের জন্য সরকারের সহযোগীতার পাশাপাশি সভাপতি, এসএমসি কমিটি, স্থানীয় ডোনারদের সহযোগীতা অনস্বীকার্য। তিনি আরো জানান, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই তার লক্ষ্য। উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুছ জানান, ভালমানের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিয়ে বর্তমান সরকারের যে অঙ্গিকার তার অধিকাংশই এই বিদ্যালয়ে সফলতার সাথে বাস্তবায়ন হচ্ছে।