প্রবীণদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব

13

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গণ পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহর সাথে এর সাথে এক মতবিনিময় সম্প্রতি সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে মোমিনরোড়স্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাহফুজুর রহমান মেরু, কবি ইঞ্জিনিয়ার সঞ্চয় কুমার দাশ, চকবাজার থানা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক অমর কান্তি দত্ত, ছড়াকার রমযান আলী মামুন, মুক্তিযোদ্ধা এম.এ.সালাম, সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাংগাঠনিক সম্পাদক সুমন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক নারায়ন কান্তি দাশ, মো. হাসান প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রবীণ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া, তাদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রবীণ ব্যক্তিরা শারীরিকভাবে অসুস্থ হলে তাদেরকে মানসিক শান্তনা আর উৎসাহ দেওয়ার জন্য তাদের সাথে থাকা জরুরী। বিজ্ঞপ্তি