প্রবাসে এসেও খেলায় আসেন মঈন উদ্দিন

20

জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে। সেই শৈশব থেকে ফুটবলের প্রতি তীব্র ঝোঁক। এক পর্যায়ে চট্টগ্রাম ফুটবল লীগে খেলেছেন নিয়মিত একাদশে। কোচ বাবুল দেবের হাত ধরে চট্টগ্রাম মোহামেডান বøুজ, পরবর্তিতে ঢাকায় সাধারণ বীমা ক্লাবে কিন্তু জীবন এবং জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি জমানোয় নিজের ফুটবল ক্যারিয়ারকে আর বাড়াতে পারেননি মাঈনুদ্দিন। আবুধাবীতে এসে ব্যবসায় জড়ালেও খেলা থেকে দুরে রাখতে পারেনি কোন কিছুই। এখানেও বাংলাদেশের কোন টিম আসলে নিজের রেস্টুরেন্টে খাবার পার্টি তো থাকছেই। টিমের জন্য সারাক্ষণ সময় দেয়া ছাড়াও বিভিন্নভাবে স্পন্সর হয়ে থাকেন তিনি। সে হিসেবে বাংলাদেশিদের কাছে আমিরাতে এক জনপ্রিয় ক্রীড়া পৃষ্ঠপোষক এই মঈনুদ্দিন।
শুধু ইউএইতে নয়, দেশেও খেলাধুলার বড় পৃষ্ঠপোষক তিনি। বছওে দু’একবার দেশে গেলে এলাকার বিভিন্ন সংগঠন ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন সাবেক ফুটবলার মঈনুদ্দিন। আবুধাবি টি টেন টুর্নামেন্টে চট্টগ্রামের টিম বাংলা টাইগার্সেও খেলা দেখতে এসে প্রেস বক্সে তিনি বলেন, খেলাধুলা আমার রক্তে মিশে গেছে। তাই মাঠের টানে এখনো সবকিছু ছেড়ে ছুটে আসি। যতটুকু পারি সহযোগিতা করতেও চেষ্টা করি।