প্রবাসী জনকল্যাণ পরিষদের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

56

প্রবাসী জন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের উদ্যোগে গত ২১ ও ২২ জুলাই চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন ও পুরানগড় ইউনিয়নে দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ সামগ্রী বিতরণ করা হয়। এতে ছিলো চাল, আলু, পিয়াজ, তৈল, চিনি, চিড়া এবং নগদ অর্থ। প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসীদের আস্থার ঠিকানা প্রবাসী জনকল্যাণ পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ আমান উল্লাহ আমান সমরকন্দির নির্দেশনায় এ ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ খতিবী, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, আলহাজ মুহাম্মদ আলী আক্কাস, আলহাজ ফেরদৌসুল আলম, মুহাম্মদ আবদুস ছবুর, মুহাম্মদ আবদুল মুবিন, ছৈয়দ মুহাম্মদ আবরার উল্লাহ সমরকন্দি, মুহাম্মদ আরফাত হোসেন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম শিকদার, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ। এতে সভাপতিত্ব করেন প্রবাসী জনকল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ দিদারুল আলম।
দিদারুল আলম বলেন, প্রবাসী জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান আলহাজ ছৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দির বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এবং সহযোগীতা করে যাবো বন্যা দুর্গতদের মাঝে। প্রবাসী জন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের নেতা মুহাম্মদ সরওয়ার আলম খান, আলহাজ মুহাম্মদ মহিউদ্দীন বাবলু, শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম নুরী, মুহাম্মদ হারুনুর রশিদ, সৌদি রিয়াদ প্রবাসী মুহাম্মদ ওয়াহিদুল আলম, প্রবাসী মুহাম্মদ দিদারুল আলম, আহমদ ছপা, মুহাম্মদ আফাজুর রহমান, মুহাম্মদ দেলোয়ার হোসেন, ওমান প্রবাসী মুহাম্মদ খোন্দকার খোরশেদ আলম প্রবাসী জন কল্যাণ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বন্যা কবলিতদদের মধ্যে ত্রাণসামগ্রী প্রদান করেন।