প্রবারণা পূর্ণিমা উৎসব উদ্যাপন

84

নাজিরহাট : বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উৎসব ফটিকছড়িতে উদ্যাপিত হয়েছে। পবিত্র প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গত ১৩ অক্টোবর জাফতনগর কোঠের পাড় ত্রিরত্নঙ্কুর বৌদ্ধ বিহারে মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ফানুষ উড়নোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। জল্লোল বড়ুয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জিন্নাত আলী, সজল বড়ুয়া, জয়নাল আবেদীন, মীর মোরশেদুল আলম, এম মোরশেদুল আলম, জাহাংগীর আলম,বশির আহম্মদ প্রমুখ। বৌদ্ধধর্মালম্বী বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু, তরুণণ-তরুণীরা প্রবারণা পূর্ণিমার ধর্মীয় এ অনুষ্ঠানে অংশ নেয়।
রাউজান
বিনাজুরী শ্মশান বিহারের উপাসক-উপাসিকা পরিষদ : প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাউজান বিনাজুরী শ্মশান বিহারের উপাসক-উপাসিকা পরিষদের উদ্যোগে প্রবীণ উপাসক-উপাসিকাদের সম্মাননা প্রদান, ফানুস উত্তোলন ও আলোচনা সভা রবিবার সন্ধ্যায় বিহারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব। বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুদ্ধরত্ন থেরের সভাপতিত্বে সৌম্য চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ ও বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট রনজিত বড়ুয়া, শিক্ষক দিলীপ বড়ুয়া, অশোক কুমার চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পদাক মো. আসিফ, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন প্রমুখ।
ডাবুয়া সুরংগা কুঞ্জবন বৌদ্ধ বিহার : প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাউজান ডাবুয়া সুরংগা কুঞ্জবন বৌদ্ধ বিহার পরিচালনা পরিষদ, সুরংগা কুঞ্জবন বৌদ্ধ একতা সংঘ ও সুরংগা বৌদ্ধ গ্রামবাসীর উদ্যোগে আলোচনা, ফানুস উত্তোলনসহ বিভিন্ন অনুষ্ঠান রবিবার রাতে বিহারের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবু। সংঘরাজ মহামন্ডলের ধর্মীয় শিক্ষা পরিষদের সাংগঠনিক সদস্য দীপংকর থেররে সভাপতিত্বে ও রাউজান উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক আসাদ হোসেনের সঞ্চালনায় অতিথি ছিলেন ডাবুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, আজাদ হোসেন মেম্বার, রাউজান পৌরসভা আওয়ামী লীগের দপ্তর সম্পদাক সেলিম উদ্দিন, ডা. অমর বড়ুয়া, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পদাক সাজ্জাদ মাহামুদ, নাছির উদ্দিন, রাউজান সরকারি ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, বাবু চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পদাক মো. এরশাদ, লোকমান, জাহেদ মুন্না, মনছুর আলম, লিটন দেবনাথ, রাজু বড়ুয়া, ডালিম বড়ুয়া, দিলীপ বড়ুয়া, টিপন বড়ুয়া, তারেক, জাহেদ, মুন্না প্রমুখ।