প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন : এমপি নজরুল

51

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সাংবাদিকেরা সমাজের দর্পন। আপনাদের মাধ্যমে দেশের কল্যাণ, উন্নয়ন, অসংগতি, দুর্নীতিসহ সকল প্রকার সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির কল্যাণ বয়ে আনে। দুর করে সমাজের অসংগতি। সঠিক তথ্য বহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তিনি। এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, যে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ে, সে দেশ আস্তে আস্তে ধংস হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে ঠিক মার্ক দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ইয়েস/নোর মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। মানুষের মনুষ্যত্ব নেই। প্রতিহিংসার রাজনীতির কারণে দেশে বিরোধ সৃষ্টি হচ্ছে। কোরানে সব কিছু নির্দেশ দেয়া আছে। সে মতে জীবন যাপন করলে দেশে কল্যাণ বয়ে আসবে। আমরা জন্মগত ভাবে সবাই মুসলমান হলেও মানুষ হিসেবে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করছে। তাই শিক্ষা ব্যবস্থায় এই অবনতি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ৩২ জন এমপি মন্ত্রী নিয়ে ক্ষমতা ছেড়ে এলডিপি গঠন করেছিলেন। সে সময় বিএনপির বেশ কিছু এমপি ও মন্ত্রীকে সতর্ক করেছিলেন। তারা সতর্ক না হওয়ায় পরে জেল কেটেছেন বলে উল্লেখ করেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, দেশকে ভালবাসা, সৃষ্টিকর্তাকে স্মরণ করে দেশের জন্য কাজ করলে দেশ অবশ্যই এগিয়ে যাবে। চুরি, ঘুষ, মদ, অনৈতিক কাজের জড়িয়ে পড়ছে। তাদেরকে বাচাঁতে হবে, না হলে দেশের নেতৃত্ব খোঁজে পাওয়া যাবে না। ক্যাসিনো আজকের সৃষ্টি নয়, ২০-২৫ বছর আগে সৃষ্টি হয়েছে। এদের সাথে প্রশাসনের লোকজন জড়িত ছিল। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহবান জানান। গত ১ নভেম্বর সকাল থেকে সন্ধা পর্যন্ত নব গঠিত চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ চন্দনাইশের বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাদের সাথে এলাকার সমস্যা, সংকট নিরসনে মতবিনিময় সভায় মিলিত হন। নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম, ডিআইজি আবুল ফয়েজ, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তীর সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ, সহ-সভাপতি এম এ মুছা, যুগ্ম সম্পাদক মো. কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, সৈকত দাশ ইমন, মো. আবদুল হামিদ, মো. শাহাদত হোসেন, কামরুল ইসলাম মোস্তফা, মো. নাছির উদ্দিন, মো. ফয়সাল চৌধুরী, মো. আমিনুল ইসলাম রুবেল, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. তোফিক আলম চৌধুরীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।