প্রধানমন্ত্রী দেশকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলস কাজ করে যাচ্ছে

40

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, জাতির পিতা রাজনৈতিক জীবনে বাঙালি জাতির ভাগ্যান্নোয়নের জন্য আন্দোলন করতে গিয়ে অপরিসীম ত্যাগ-তিতিক্ষা আর জেল-জুলুম সহ্য করতে হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ নামক স্বাধীন মানচিত্র পেয়েছি। জাতির পিতার চিন্তা-চেতনা ছিল দারিদ্র ও ক্ষুধামুক্ত একটি অসা¤প্রদায়িক বাংলাদেশের। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, তাঁতী লীগের কর্মকান্ডে আমি খুবই আনন্দিত ও গর্বিত। তাঁতী লীগের প্রতিটি কর্মকান্ডে মহানগর আওয়ামী লীগের সম্পৃক্ততা থাকবে। তিনি গতকাল ১৯ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর তাঁতী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহবায়ক নুরুল আমিন মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব রত্নাকর দাশ টুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, মহানগর তাঁতী লীগের যুগ্ম আহবায়ক শহিদ উদ্দিন, এবিএম মাছুম আহম্মদ, মো. গিয়াস উদ্দিন, মো. আবু বক্কর, এসএম কালাম, উত্তর জেলার আহবায়ক মো. ফয়েজ আহম্মদ বাদল, দক্ষিণ জেলার আহবায়ক মো. দিদারুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর তাঁতী লীগের সদস্য মো. নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, দেবাশীষ চৌধুরী দেবু, উজ্জ্বল সেন, করিম, পংকজ দে, রূপক চৌধুরী, সজল দত্ত, সুকান্ত মহাজন টুটুল, প্রকৌশলী অমিত ধর, প্রকৌশলী সৈকত দাশ, মো. সরওয়ার্দ্দী, মো. আজিজুল হক, মো. সেলিম, যীশু তালুকদার, মো. উল্লাহ জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি