প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের সমর্থনে গণমিছিল

38

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানের সমর্থনে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের গণমিছিল গতকাল বিকাল ৪টায় জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ মাঠ হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রীজঘাট মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিল শেষে আলোচনা সভা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তারেক সর্দারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোহাম্মদ শাহরিয়ার হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, মাকসুদুর রহমান, মাসুদ করিম, আফছার উদ্দিন মিঠু, আবদুল মান্নান, মাসুদ আহমেদ, ওসমান গণি বাবলু, মিজানুর রহমান, জিয়াউদ্দিন শরীফ মিজান, জাহেদুর রহমান, খালেক হোসেন, আবুল কালাম, রাজীব নন্দী বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসমান গণি মানিক, যুবলীগ নেতা ফজলে হাসান চৌধুরী, ইসতেখার উদ্দিন পারভেজ, সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত, সরওয়ার সরকার, সৈয়দুল ইসলাম, শফিউল আলম জনি, হাবিব ওয়াহিদ, শামসুল আলম, আবুল বশর, ছাত্রলীগ নেতা নকিব আহমেদ রাহাত প্রমুখ।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. হাজী সেলিম, মো. ফিরোজ আহমেদ, ফরহাদ আহমেদ, হারুনুর রশিদ, মনিরুল ইসলাম, মো. মহিউদ্দিন, সাইফুল ইসলাম, মো. এরশাদ, মো. কায়সার, হাসিব বিন খালেদ, বশির আহমদ জসিম, জয়নাল আবেদীন, মো. জামাল, সাইফুল ইসলাম, শামসুল ইসলাম, নুরুল আমিন, আজম খান, মো. রাসেল, ইয়াসিন ছিদ্দিকী রনি, মো. কামাল, হায়দার আলী, মোহাম্মদ নবাব, মো. সোহেল, ইমন চৌধুরী, টিংকু দাশ, দিলীপ দাশ, আকাশ দাশ, মো. ইসতিয়াক আহমেদ প্রমুখ।
সভায় ফারুক আহমেদ বলেন, দুর্নীতিবিরোধী অভিযানে ক্যাসিনো বাণিজ্য এবং টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অনেক দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গ্রেফতার হয়েছে। দলে দুষ্ট লোক থাকলে তারা যদি এভাবে ধরাও পড়ে, সেজন্য দলের অন্যদের উদ্বিগ্ন হওয়ার প্রশ্ন আসে না। বরং এরা ধরা পড়লে দল খাঁটি হবে। মানুষের মধ্যেও একটা সচেতনতা আসবে। বিজ্ঞপ্তি