প্রধানমন্ত্রীর প্রণোদনায় সংস্কৃতি কর্মীদের যুক্ত করার দাবি

19

বাংলাদেশ তথা বিশ্বব্যাপী মহামারী ভয়ানক করোনা ভাইরাস প্রতিরোধে তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে রপ্তানিখাতে যে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছেন তার একটি অংশ সাহিত্য, সংস্কৃতিসেবী তথা কবি, সাহিত্যিক, লেখক, ছড়াকার, আবৃত্তিকার, শিল্পী, সুরকার, গীতিকার, নাট্যশিল্পী, মুখাভিনয়শিল্পী, মিউজিসিয়ানসহ সংশ্লিষ্ট সকল সংস্কৃতি কর্মীদের মাঝে একটি অংশ প্রদানের দাবী জানিয়েছেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক আসিফ ইকবালসহ নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন সাহিত্য সংস্কৃতি কর্মীদের শিল্পী সম্মানী তেমন বেশি না। এরমধ্যে অনেকে বেসরকারি ভাবে কাজ লেখালেখি সঙ্গীত ও নাট্যচর্চা করে কোনমতে জীবনযাপন করে থাকে। দেশ তথা বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাহস ও দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন তা আমাদের সকলকে প্রাণিত করছে। আমরা আশা করছি এই মহান নেত্রী সকল পেশার মানুষের কষ্টের কথা বুঝেন। বিজ্ঞপ্তি