প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

84

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ :
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা এবং র‌্যালির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক সাখাওয়াত হোছাইনের সভাপতিত্বে কলেজ ছাত্রলীগ নেতা মো. সাহিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এ.কে.এম মোরশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিঞা রকিব, পৌর আওয়ামী লীগ নেতা এনামুল কবির ও সাইফুদ্দীন খালেদ।
এ সময় বক্তারা বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন তা বিশ্বে দৃষ্টান্ত উল্লেখ করে প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তারা। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা প্রান্ত কারণ, উপজেলা ছাত্রলীগ নেতা মাঈনুদ্দীন হাসান, মোহাম্মদ মনির উদ্দীন, ইকরামুল মুনির বাবর, এমরান খান রনি, মো. জাবেদুল ইসলাম, কাজী মো. দেলোয়ার হোসেন, হৃদয় দাশ, এজাজুল হক, শাফায়েত হোসেন সৌরভ, কাজী রকিবুল ইসলাম, মো. জাহেদুল ইসলাম, কাজী ইমরুল কায়েস, মো. মাঈনুদ্দীন, মো. সুমন হোসেন, রুবেল দাশ, দিলহাজ চৌধুরী আবির, হৃদয় বিশ্বাস, আরিফুল হক সাগর, বখতিয়ার কামাল, মিজানুল হক, সাখাওয়াত হোসেন, সাইদুল হক, মো. ফরহাদ, রায়হান, পৌরসভা ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন, ইরফান উদ্দিন মাহিম, মো. রায়হান, আবদুল শুক্কুর, জয়ন্ত দাশ, মো. রাহাত, রনি দাশ, জাহিদুল ইসলাম, রিজভী, রাহিন, ইমন, জুবাইর, রাকিব প্রমুখ।
রাউজান :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়েছে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ। এ উপলক্ষে গত সোমবার মুন্সিরঘাটা চত্বরে এক অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেল।
যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসানের পরিচালনায় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মুহাম্মদ নাসের, পৌরসভার সভাপতি হাসান মুহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, দপ্তর সম্পাদক তপন দে, আলমগীর হোসেন, জিয়াউল হক রোকন, সাবের হোসেন, সবুজ দে ভানু, জিল্লুর রহমান মাসুদ, আরিফুল হক চৌধুরী, ফরহাদুল ইসলাম, আবু সালেক, সেকান্দর হোসেন, আজাদ খান, এমরান হোসেন মনির, এনামুল হক এনাম, আবদুল আউয়াল সুজন। এতে অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।
ফটিকছড়ি :
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে তৃণমূল নেতাকর্মী ও হতদরিদ্রদের উপহার প্রদানের মত ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছেন ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউপি চেয়ারম্যান শোয়েব আল-সালেহীন। গত সোমবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। ইউপি চেয়ারম্যান শোয়েব আল-সালেহীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা কৃষক লীগের সভাপতি নূর হোসেন, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আলমগীর, আওয়ামী লীগ নেতা মুফাচ্ছের হোসেন মানিক, উত্তরজেলা কৃষকলীগের সমবায় সম্পাদক তারেখ নেওয়াজ পলাশ, মহিন উদ্দীন, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু রিক্তিক দাশ ও যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা।
ইউপি সদস্য রাজীব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা মাস্টার মো. আলমগীর মোল্লা, মো. মোবারক হোসেন, মাওলানা ইয়াছিন রেজভী, মাওলানা কাজী নাসির উদ্দীন, প্যানেল চেয়ারম্যান সেলিম উদ্দীন, উপজেলা যুবলীগ জয়নাল আবেদীন, মীর মোরশেদ, আক্কাস আলী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, ইউপি সদস্য আবদু শুক্কুর, মো. শফিকুর রহমান, মো. মুবিন শাহ, শফিউল আজম, আলী আকবর, মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, বিজয়া সরকার, ছাত্রলীগ নেতা আশরাফ বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান শোয়েব আল-সালেহীন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪জন্মদিন উপলক্ষে রোসাংগীরি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের ৭৪ জন তৃণমূল নেতাকর্মী এবং ৭৪টি হতদরিদ্র পরিবারের মাঝে উপহার প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
চন্দনাইশ পৌরসভা আ.লীগ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্র নায়ক আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল থেকে পৌরসভাস্থ শাহ্ আমিন উল্লাহ্ জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, সহ-সভাপতি বলরাম চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে ফরিদুল আলম চৌধুরী, ফরিদুল ইসলাম ফরিদ, মক্কা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা সুভাষ বড়ুয়া, মো. মোরশেদুল আলম, ফারুক আলম মেহেদী, মোজাফ্ফর আহমদ, বেলাল উদ্দিন, আবুল হোসেন আবু, আয়ুব আলী, আকবর আলী, মাহাবুবুল আলম, কাজী মোস্তাফিজুর রহমান ফখরু, নুরুল আলম, কাজী রবিউল ইসলাম রোকন, মো. শফি প্রমুখ।
পৌরসভা যুবলীগ :
দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারতি চৌধুরী নেতৃত্বে গত ২৮ সেপ্টেম্বর কেক কেটে কর্মসূচী শুরু হয়েছে। পরে বিদ্যালয় অঙ্গনে ফলদ ও বনজ বৃক্ষের চারারোপণ করা হয়েছে। পরে এক আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন শিবলী, বেলাল হোসেন মিটু, ফরিদুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা লোকমান হাকিম, আমিনুল ইসলাম চৌধুরী কায়সার প্রমুখ।
উপজেলা কৃষকলীগ :
উপজেলা কৃষকলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা গত ২৮ সেপ্টেম্বর দোহাজারী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কৃষকলীগ নেতা শেখ দিদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম, জামাল উদ্দীন মেম্বার, ওসমান আলী ভুট্টো, ফরিদুল আলম, এসএম রবিন, আবদুল মজিদ মিটু, হাজী হারুন, নুরুল ইসলাম, মো. বেলাল, বাবলা দাশ, ওসমান আলী, মো. ফারুক প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাইরুল বশর হক্কানী।
উপজেলা ছাত্রলীগ :
দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি গাছবাড়িয়া এলাকা প্রদক্ষিণ করে। পরে কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচি পালন করা হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু। উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান চৌধুরী, আবদুর রহিম চৌধুরী, মো. বেলাল হোসাইন মিন্টু, মো. সেলিম, মো. সুমন, জমির উদ্দিন সোহেল, ছাত্রলীগ নেতা আনিসুল হক মিঠু, মো. আরমান, জয় চৌধুরী, সাজ্জাদ হোসেন, ইলিয়াস চৌধুরী বাবর, আবিদুল ইসলাম চৌধুরী, হারুনুর রশীদ, রিয়াদ এইচ মিজান, জিপাত চৌধুরী প্রমুখ।
নাজিরহাট :
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা সাদাত আনোয়ার সাদীর উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর বাদে আছর তার নিজস্ব বাসভবনে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘ সুস্থ জীবন কামনা করেন। মিলাদ মাহফিল শেষে কেক কেটে জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, জেলা ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দীন বাবলু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম, ছাত্রনেতা হাসানুল করিম রাসেল, এস এম খোরশেদ, এডভোকেট রিমন, মাওলানা ওসমান গণি প্রমুখ।