প্রদীপ স্মৃতি কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

56

সুস্থ দেহ, সুন্দর মন ও ইভটিজিংসহ অসামাজিক কার্যকলাপ থেকে বাঁচতে সবার কারাতে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। ৬ষ্ঠ প্রদীপ বড়–য়া স্মৃতি উম্মুক্ত কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত জননেতা এম.এ.আজিজ এর সুযোগ্য উত্তরসুরী, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক সাইফুদ্দিন খালেদ বাহার এ মন্তব্য করেন। গত ৫ জুলাই চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের আয়োজনে এম.এ আজিজ স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদ গেইট সংলগ্ন এসোসিয়েশনের প্রশিক্ষণ ভেন্যুতে প্রাক্তন কারাতে সংগঠক ও রেফারি প্রদীপ বড়–য়ার স্মরণে সম্পন্ন প্রতিযোগিতায় চট্টগ্রামের ৯টি সংগঠনের ১২৮ জন প্রতিযোগী ১৩ ইভেন্টে অংশগ্রহণ করেন।
অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ ইসমাঈল বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (কাস্টমস) নুরেন নাহার লিলি, বান্দরবান সদর এর শিক্ষা অফিসার মোহাম্মদ তাজুরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সোহেল খন্দকার, এলিট সোসাইটির সদস্য সচিব মোহাম্মদ শফিউল আজম, মহিন উদ্দীন মহিম, দিদারুল আনোয়ার, জাফরুল ইসলাম, মোহাম্মদ শোয়েব, মোমেনা খানম মুুমু, মীনহাজুল ইসলাম, ফয়সাল আলম মামুন, সজীব উদ্দীন, জয়মিত্র বড়–য়া ও আব্দুল আহাদ। লতা পারভীন এর পরিচালনায় ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাম কোচ সেনসাই কাউসার আহমেদ এর সার্বিক তত্বাবধানে সম্পন্ন প্রতিযোগিতায় চট্টগ্রাম মার্শাল আর্টস একাডেমি ৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ণ, সিএমপি স্কুল এন্ড কলেজ ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে রানার আপ ও হালিশহর হাফুস মার্শাল আর্টস একাডেমি ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ২টি তাম্র পদক পেয়ে ৩য় স্থান অধিকার করে। এছাড়াও সিডিকেএ ১টি স্বর্ণ,১টি রৌপ্য ও ১টি তাম্র পেয়ে ৪র্থ, রিডার্স স্কুল কারাতে সেন্টার ১টি স্বর্ণ ও ১টি রৌপ্যপদক, চান্দগাঁও স্পোর্টস কারাতে ক্লাব ৩টি রৌপ্য ও ২টি তাম্র এবং অফিসার্স ক্লাব ১টি তাম্র পদক অর্জন করে।