প্রত্যয় সাংস্কৃতিক সংসদের স্মরণানুষ্ঠান

103

কবি নুর মোহাম্মদ চৌধুরী সাহিত্যরত্ন’র ৩৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা, আবৃত্তি সঙ্গীতানুষ্ঠান গত ২১ ডিসেম্বর একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রত্যয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত স্মরনানুষ্ঠানে সংগঠনের সভাপতি দীপংকর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থ বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন আনন্দ মোহন রক্ষিত, সাহিত্যিক দুলাল মল্লিক, লেখক ও চিকিৎসক ডা. দিলীপ কুমার মিত্র, প্রত্যয়ের সাবেক সভাপতি লায়ন ডা. বিধান মিত্র, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. এস.কে দেব সজল, উন্নয়ন কর্মী দেবাশিষ কান্তি বিশ্বাস ও ভাসকর ডি.কে. দাশ মামুন। রিংকু ভট্টাচার্য্যরে সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রস্তুতি পরিষদের আহবায়ক স্বরূপম দেওয়ানজী, সংগঠনের সাধারণ সম্পাদক হৈমন্তী শুক্লা মল্লিক, অনুষ্ঠানের সদস্য সচিব অরুন দাশ, যুগ্ম-সম্পাদক সুজিত চৌধুরী মিন্টু ও হানিফুল ইসলাম হানিফ, প্রচার সম্পাদক স্বপন রুদ্র, শিক্ষক আশীষ দাশ ও সন্তোষ ঘোষ। সাহিত্য রত্নের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মিসেস নাসির উদ্দিন চৌধুরী ও ছড়াকার এমরান হোসেন। শুরুতে মহান বিজয়ের স্মরনে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রয়াত সাহিত্যর’ত্ম, গিটার শিল্পী আইয়ুব বাচ্চু, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, আবৃত্তিকার রনজিত রক্ষিত, গণ-সঙ্গীত শিল্পী অশোক সেন গুপ্ত ও স্বাধীন বাংলা বেতার শিল্পী বানী কুমার চৌধুরীর মৃত্যুতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়া বলেন, নুর মোহাম্মদ চৌধুরী সাহিত্যরত্ন শুধু সাহিত্যঙ্গনে নয় সঙ্গীত শিক্ষা ও সেবামূলক কাজে তাঁর পদাচরনা ছিল। পটিয়া থানায় বাঙালির অনেক মহৎ লোকের জন্ম হয়েছে। সেই পবিত্র ভূমিতে সাহিত্যরত্ন নুর মোহাম্মদ চৌধুরীর জন্ম। বিজ্ঞপ্তি