প্রত্যাশা

63

আবার আসিবে ফিরে পৃথিবীর কোল ঘিরে
চিরচেনা সেই রূপ, সেই কলতান
পাখিরা ফিরিবে নীড়ে লাখো জনতার ভিড়ে
মুখরিত হবে সিটি, বাজবে সে গান।

বৃক্ষের ডালে ডালে ফুলের ছন্দ তালে
বাতাস খেলিয়া যাবে উদাসীনতায়
কৃষক লাগিবে হালে জেলেরা মজিবে জালে
ব্যস্ত হবে ধরণী, নিজো মহিমায়।

রাখালের সেই সুর শোনা যাবে সুমধুর
খোলা চুলে গৃহ বধূ ঘড়া নিয়ে হাতে
মাঝির নায়ে চড়িয়া সবার মনো হরিয়া
ভরিবে ঘড়াতে জল শীতল প্রভাতে।

সন্ধ্যাটা নেমে এলে জোনাকিরা আলো জ্বেলে
বিমোহিত করে দেবে ধূসর ধরণী
সকল যাতনা ভুলে হৃদয় জানালা খুলে
ইশারায় ডেকে নেবে নয়ন মোহিনী।

আবার হাসিবে রবি উদাস মনের ছবি
রং তুলির আঁচড়ে শিল্পী আঁকিবে
শত আঘাতের পরে বিদীর্ণ প্রান্তরে
ঘাস হয়ে স্বপ্নেরা সজীব থাকিবে।