প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা

42

পটিয়া উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে প্রচারে নেমেছেন।
গতকাল শুক্রবার সকালে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার। এরপর জুমার নামাজের পরই প্রার্থীরা বিভিন্ন মাজার জেয়ারত ও মুরব্বীদের কবর জেয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন।
আওয়ামী লীগ প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম নৌকা, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেত্রী আফরোজা বেগম জলি আনারস, ছাত্রনেতা স্বতন্ত্র প্রার্থী মো. সাজ্জাদ হোসেন দোয়াত কলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসলামী ফ্রন্ট নেতা ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু বই, দেশরতœ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাহাবুদ্দিন তালা চাবি প্রতীক পেয়েছেন।
এদিকে আইনি জটিলতার কারণে ভাইস চেয়ারম্যান প্রার্থী তিমির বরণ চৌধুরী এখনও প্রতীক বরাদ্দ পাননি। অপর দিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমি দে সাথী মনোনয়ন প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্ব›িদ্বতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে মাজেদা বেগম শিরু।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোতাহেরুল ইসলাম গতকাল জুমার নামাজ শেষে নৌকা প্রতীকের পক্ষে প্রচাণায় নামেন। তিনি ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়ী করার আহবান জানান।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী আফরোজা বেগম জলি বলেন, আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। নির্বাচন সুষ্ঠু হলে তিনি অবশ্যই জয়ী হবেন। এজন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ছৈয়দ আবু ছাঈদ বলেন, আইনি জটিলতার কারণে তিমির বরণ চৌধুরীকে প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। মনোনয়ন বাতিল উচ্চ আদালত স্থগিত করলেও সংশ্লিষ্ট কোন কাগজ পাননি তারা। কাগজ পেলে নির্বাচন করতে সমস্যা হবে না তার।