প্রতিবাদে মানববন্ধন

22

রাউজানের বাণিজ্যিক প্রাণকেন্দ্র পথেরহাটে রাতের আঁধারে পার্কিংয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন বন্ধন করেছে তিনশতাধিক ব্যবসায়ী। গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াপাড়া পথেরহাটের সর্বস্তরের ব্যববসায়িরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে ব্যবসায়িরা জানান, দীর্ঘ ১৬ বছর পর্যন্ত পার্কিং ছিল। এতে এলাকার এক প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় রাতের আঁধারে ভারতেশ্বরী মার্কেটের বর্ধিতাংশের কাজ শুরু করে। এ বিষয়টি গতকাল বুধবার সকালে ব্যবসায়িরা দেখার পর প্রতিবাদে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতেশ্বরী প্লাজার সামনে চট্টগ্রাম কাপ্তাই সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন পথেরহাটের সর্বস্তরের ব্যবসায়ী সমিতি।
পরে এক সমাবেশ ব্যবসায়ি সমিতির সহসভাপতি শফিকুল ইসলাম মনু সওদাগরের সভাপতিত্বে বক্তব্য দেন আহমেদ সৈয়দ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সেকান্দর সওদাগর, মুহাম্মদ আরিফ, মুসলিম উদ্দিন, বাবু ধর, মুহাম্মদ রাশেদ, মহিউদ্দিন, মুহাম্মদ সাজ্জাদ, জসিম উদ্দিন মেম্বার, সোলেমান বাদশা, মুহাম্মদ ইসকান্দর সাজু দে, মুহাম্মদ রাসেল, মাকসুদুর রহমান সাজু, আনিসুর রহমান রুবেল, সাজ্জাদ টুটুল, মুহাম্মদ মনসুর, মুহাম্মদ বাদশা, মহিউদ্দিন, নাজিম উদ্দিন, মিন্টু দে, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ করিম, মুহাম্মদ লাইকত আলী, বশির আহমদ, মনির আহমদ, রিকু বড়ুয়া প্রমুখ।