‘প্রতিটি শিশুর মধ্যে রয়েছে অমিত সম্ভাবনা’

75

চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. নু.ক.ম. আকবর হোসেন বলেছেনÑ শিশুরা হচ্ছে জাতীয় উন্নয়ন-অগ্রগতির অন্যতম হাতিয়ার। সমৃদ্ধ একটি দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে এরাই হচ্ছে নিয়ামক শক্তি। প্রতিটি শিশুর মধ্যে রয়েছে অমিত সম্ভাবনা।
তাই শিশুর দৈহিক ও মানসিক বিকাশে একটি অনুকূল পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে। এবং এদের জন্য প্রয়োজন ¯েœহ, মায়া-মমতা, নিবিড় পরিচর্যা তথা মেধা ও মননের বিকাশে একটি নিষ্কন্টক ক্ষেত্র। তাই শিশুদের বোঝা মনে না করে এদের জাতীয় সম্পদ হিসেবে আস্থায় আনতে হবে বলে তিনি মন্তব্য করেন। জাতীয় শিশু-কিশোর সংগঠন “ফুটন্ত ফুল”এর উদ্যোগে ও বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমানে খুদ্দামুল মোসলেমীন বাংলাদেশ এর পৃষ্টপোষকতায় জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গত ২৩ মার্চ শনিবার বিকেল ২টায় দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন। বিশিষ্ট আইনজীবি এডভোকেট আলহাজ আবু নাছের তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বিশিষ্ট রাজনীতিবীদ এম সোলায়মান ফরিদ, শিক্ষাবিদ অধ্যাপক আ. মা.ম মুবিন, কবি কে.এম. নুরুল ইসলাম হুলাইনী, এস.এম.আব্দুল করিম তারেক, উপাধ্যক্ষ কাজী মফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ আলী ও লোকমান হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন,- লায়ন মোহাম্মদ ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, আব্দুল্লাহ আল মুমিন, মোহাম্মদ ইমরান, ফখরুল সাজ্জাদ ও মুহাম্মদ মঈনউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি