প্রকৌশলী আশরাফের অপসারণ ও আইনানুগ ব্যবস্থা দাবী

28

জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)’র উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ আ জ ম নাছির উদ্দীনের সাথে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম সার্কেলের সহকারী প্রকৌশলীর অশোভন আচরণের প্রতিবাদে সিজেকেএস’র প্রধান ফটকের সম্মুখে গতকাল বিকালে মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সঞ্চালনায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ দিদারুল আলম চৌধুরী, আলহাজ আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, মো. মশিউর রহমান চৌধুরী, রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর নোমান আল মাহমুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, তানভীর আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেজিয়া বেগম ছবি, সিজেকেএস কাউন্সিলর এইচএম সোহেল, সাইফুল্লাহ চৌধুরী, দিদারুল আলম দিদার, প্রবীন কুমার ঘোষ, এএসএম সাইফুদ্দিন, মো. লুৎফুল করিম সোহেল, রাশেদুর রহমান মিলন, আসিফ আহমেদসহ চট্টগ্রামের বিভিন্ন স্তরের ক্রীড়া সংগঠন, সংগঠক, ক্রীড়াবিদ, বিভিন্ন স্পোর্টস অ্যাকাডেমির স্বত্ত¡াধিকারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও খেলোয়াড়বৃন্দ প্রমুখ। মানববন্ধনে বক্তারা জাতীয় গৃহায়ন কতৃপক্ষ চট্টগ্রাম সার্কেলের সহকারী প্রকৌশলীর অশোভন আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর কাছে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে চট্টগ্রাম থেকে তাকে অবিলম্বে প্রত্যাহার করত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি