প্রকাশিত সংবাদের প্রতিবাদ

65

গত ১০ সেপ্টেম্বর দৈনিক পূর্বদেশ পত্রিকার ২য় পৃষ্ঠায় ‘বিয়ের নাম আইনজীবীর প্রতারণা’ শিরোনামে প্রকাশিত তাহমিনা আক্তার টুম্পার সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বলে দাবি করেছেন আইনজীবী মোহাম্মদ আজিজুল হক আদিল। বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) ও চট্টগ্রাম জজ কোর্টের এই আইনজীবী স্বাক্ষরিত প্রতিবাদপত্রে তিনি উল্লেখ করেন, ‘তাহমিনা আক্তার টুম্পা প্রতারক, কাবিন ব্যবসায়ী। তার একাধিক বিয়ে হয়েছে। ১ম বিয়ে ২০০৮ সালে জনৈক আমির হোসেনের সাথে। তালাক হয় ২০১০ সালে। ২০১৩ সালে জনৈক মেহেরাব হোসেনকে প্রেমের ছলনায় ফেলে ৩০ লক্ষ টাকার কাবিনে বিয়ে করে এবং ওই বিয়ের কাবিননামায় নিজেকে কুমারী হিসাবে উল্লেখ করে। মেহেরাব থেকে কাবিনের ২৩ লক্ষ টাকা নিয়েও অদ্যাবধি তার বিরুদ্ধে মামলা চালাচ্ছে। মেহেরাবের সাথে টুম্পার সংসার চলমান। তাদের তুবা নামে ৬ বছরের এক কন্যা সন্তান আছে। তাহমিনা আক্তার টুম্পা আমার দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণা মামলা যার নং: সি.আর.২৫০৯/২০১৯ ধারা-৪২০/৩৮৫/৫০০/৫০৬ দঃবিঃ এর আসামি ওই মামলার দায় হতে বাঁচার জন্য সংবাদ সম্মেলন করে ভুয়া ও মানহানিকর বক্তব্য দিয়েছে। আমি তার প্রতিটি বাক্যের তীব্র প্রতিবাদ জানাই’। বিজ্ঞপ্তি