প্রকাশিত সংবাদের প্রতিবাদ

102

গত ২৬ সেপ্টেম্বর দৈনিক পূর্বদেশ পত্রিকার ১ম পাতা ও ১১নং পাতায় সম্প্রসারিত ‘রোহিঙ্গাদের জাতীয় সনদ প্রদান, ফেঁসে যেতে পারেন ৮০ জনপ্রতিনিধি’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। প্রতিবাদ পত্রে তিনি বলেন, উক্ত সংবাদে চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের বরাত দিয়ে রোহিঙ্গাদের জাতীয় ও জন্ম নিবন্ধন সনদ প্রদানকারী জনপ্রতিনিধিদের একটি তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকায় আমার নাম ছাপানো হয়েছে দেখে আমি বিস্মিত হয়েছি এবং পৌর পরিষদে বিষয়টি গুরুত্বের সাথে আলাপ করে একটি তদন্ত কমিটি গঠন করি। তদন্ত টিম আমাদের কাছে সংরক্ষিত সমস্ত দলিল পর্যালোচনা করে এ ধরনের কেনো আলামত পায়নি। অন্যদিকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করে তাদের কাছ থেকে তালিকাটি সংগ্রহ করেছি, যে তালিকার সূত্রে নিউজটি পরিবেশিত হয়েছে। উক্ত তালিকা তন্ন তন্ন করে খুঁজতে সাতকানিয়া পৌর এলাকার ঠিকানায় কোন সনদ গ্রহণকারীর নাম দেখা যায়নি। তাই সংবাদটি বস্তুনিষ্ঠ নয় বলে প্রতীয়মান হয়। এ সংবাদের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। রোহিঙ্গাদের কোন প্রকার সনদ সাতকানিয়া পৌরসভা প্রদান করেনি মর্মে আমরা নিঃসন্দেহ।