প্রকল্পের স্থান পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

51

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ১০০ শয্যার বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনে দ্বিতীয়বারের মতো সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি দল।
গতকাল শনিবার সকালে ৯ সদস্যের একটি দল হাসপাতাল পরিচালকের সাথে সাক্ষাৎ করেছেন। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দীন আহমেদসহ কয়েকটি বিভাগের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, চমেক হাসপাতাল এলাকায় ১০০ শয্যার বিশেষায়িত এ বার্ন ইউনিট গড়ে তোলা হবে। বাংলাদেশস্থ চীনা দূতাবাসের পক্ষ থেকে গত বছরের ২৮ মার্চ এক চিঠিতে এ সম্মতির কথা জানানো হয়। এর আগে বাংলাদেশ সরকারের প্রস্তাবের প্রেক্ষিতে সম্পূর্ণ আলাদা অবকাঠামোতে চট্টগ্রামে বিশেষায়িত বার্ন ইউনিট গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে চীন সরকার। এরপর চীনা প্রতিনিধি দল ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর চমেক হাসপাতাল এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
চীন সরকারের ৯ সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে গত শনিবার চট্টগ্রামে আসেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ও সারাদেশে বার্ন চিকিৎসায় সমন্বয়কের দায়িত্ব পাওয়া ডা. সামন্ত লাল সেন।