প্যারিসে হামলায় চার পুলিশ সদস্য নিহত

17

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদর দফতরের বাইরে এক ছুরি হামলায় অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ফ্রান্সজুড়ে সহিংসতাবৃদ্ধি ও বাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার ঘটনায় ধর্মঘট পালনের একদিন পর এই হামলা হলো। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই হামলা হয়। হামলার পর পুলিশ মধ্য প্যারিসের ইলে ডে লা সিতে এলাকাটি কর্ডন করে রেখেছে। হামলাকারী পুলিশ দফতরে কর্মরত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার। ফ্রান্সের পুলিশ ইউনিয়নের কর্মকর্তা লয়েক ট্র্যাভার্স জানান, হামলাকারীর মোটিভ এখনও জানা যায়নি। তবে অতীতে হামলাকারী কর্মকর্তার বিরুদ্ধে সহিংসতার কোনও অভিযোগ ছিল না।