পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ভার্সিটি’র সমন্বয় সভা

52

পানি সম্পদ উপমন্ত্রী ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এ কে এম এনামূল হক শামীম এমপি’র সভাপতিত্বে গত রবিার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের এক একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এম এনামুল হক শামীম এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় একাডেমিক ও প্রশাসনিক বিভাগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও কার্যকরী ও যুগপোযোগী করার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও উন্নতির আগ্রযাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি গুণগত শিক্ষা নিশ্চিতকরন সহ আধুনিক ল্যাবরেটরী, লাইব্রেরী, সেমিনার, সিম্পোজিয়াম এর উপর আরও বেশি গুরুত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা দেন
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান জনাব আহম্মদ, ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস তাহমিনা খাতুন, ইপ্সিতা আশরাফী হক, ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. এম মজিবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য এহসানুল হক রিজন, মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.নূরল আনোয়ার, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক-শিক্ষিকা, প্রক্টর, ছাত্র কল্যান উপদেষ্টা, বিভিন্ন ফোরামের সমন্বয়কবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। খবর বিজ্ঞপ্তির