পোর্ট সিটি ইউনিভার্সিটি’তে সেমিনার অনুষ্ঠিত

43

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘বিগ ডাটা : হোয়াট, হয়ার, হোয়াই অ্যান্ড হাউ’ শীর্ষক সেমিনার ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আরেফিন। তিনি বলেন, “আমাদের ল্যবরেটরিগুলোতে বিগ ডাটার ব্যবহার প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। আইটি সেক্টর, ব্যাংক, কমার্শিয়াল ড্রোন ইন এগ্রিকালচার এসব ক্ষেত্রে বিগ ডাটার চাহিদা বাড়ছে।” শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে এই ধরনের ডাটা টনিক হিসাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিভাগের সভাপতি সৌমিত্র দাশের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ। বিভাগের সভাপতি বলেন, বিগ ডাটা নিয়ে অতীতের সব ভীতি কেটে যাবে এই সেমিনারের মধ্য দিয়ে। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। খবর বিজ্ঞপ্তির