পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চট্টগ্রাম আদালত পরিদর্শন

52

একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ তাদের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ পরিদর্শনের আয়োজন করে। গত ২৮ নভেম্বর এই কার্যক্রমে শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম স্বচক্ষে দেখার পাশাপাশি দেওয়ানি ও ফৌজদারী কার্যক্রম পর্যবেক্ষণ করার সুযোগ পায়। একটি মামলার সমনজারি, ফাইলিং ও বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা তারা পর্যবেক্ষণ করে।
আদালত পরিদর্শন শিক্ষার্থীদের প্রায়োগিক কর্ম ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখবে বলে আইনজীবীরা মতামত ব্যক্ত করেছেন। তাদের এই পরিদর্শন মক ট্রায়াল এন্ড মুট কোর্ট কোর্সে সহায়ক ভূমিকা রাখবে। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি আফরোজা পারভীন, প্রভাষক সাজ্জাদ হোসেন ও জিয়াউল করিম জিয়া।