পোর্ট সিটি ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা

49

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গত ২৯ ও ৩০ নভেম্বর ‘সমাধান সৃষ্টির লক্ষ্যে’ স্লোগানে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় মেকানিক্স অলিম্পিয়াড ও বুদ্ধিচর্চা বিষয়ক প্রতিযোগিতা “CENTROID-২০১৯” বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নুরল আনোয়ার। বিভাগীয় প্রধান এহসানুল কবীর এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান চর্চা বাড়ানোর জন্য এই ধরনের প্রতিযোগিতার প্রয়োজন’। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়কারী প্রফেসর ড. সুদীপ কুমার পাল। তিনি বলেন, এই ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতিযোগিতা শিক্ষাথীদের মধ্যে জ্ঞান চর্চার সেতুবন্ধন সৃষ্টি করে, যা শিক্ষার্থীদের একাডেমিক ও চাকুরির ক্ষেত্রে সহায়তা করবে।
পাঁচটি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২২টি দল থেকে ৬টি দল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। পরে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও প্রাইজমানি বাবদ ১৫ হাজার টাকা প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের প্রফেসর ড. আসিফুল হক, বিভিন্ন বিভাগের সভাপতি, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি