পোর্ট কানেকটিং রোড উন্নয়নকাজ পরিদর্শন করেন সিটি মেয়র

96

গত রবিবার দুপুরে পোর্ট কানেকটিং রোডে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দেখতে আকস্মিক পরির্দশন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এই সময় উপস্থিত থাকা কর্মকর্তারা সিটি মেয়রকে জানান, ইতোমধ্যে পোট কানেকটিং রোড়ের ৭০% কাজ শেষ হয়েছে। বর্তমানে এই সড়কে মেকাডাম (পাথর) এর কাজ চলমান রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পোর্ট কনেকটিং রোডের মেকাডাম কাজ শেষ হবে। এরপর কার্পেটিং কাজ শুরু হবে বলে তারা মেয়রকে অবহিত করেন। এ সময় হালিশহর নাগরিক ফোরামের নেতৃবৃন্দ জলাবদ্ধতা ও জনদুর্ভোগসহ বিভিন্ন সমস্যার কথা সিটি মেয়রকে অবহিত করেন। তাদের অভিযোগ ও অনুযোগের কথা সিটি মেয়র ধৈর্য্যরে সাথে শুনেন। সিটি মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন হালিশহর নাগরিক ফোরামের নেতৃবৃন্দের সাথে আলাপকালে বলেন জনগনের জন্য সরকার। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড জনগণের জন্য। এ নীতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হয়ে আসছে। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষেণের জন্য চসিক কাজ করে না। নগরবাসীর সকল পরিসেবা নিশ্চিত করতে কাজ করে চসিক। তাই নগরবাসীর সকল ধরণের সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছন্দে যাতায়তের জন্য অবকাঠামো উন্নয়নে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। মেয়র আরো বলেন জাইকার অর্থায়নে পোর্ট কানেকটিং রোডের নিমতলা থেকে নয়াবাজার পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ চলছে। আলাপকালে হালিশহর নাগরিক ফোরামের আহবায়ক হারুণ-উর রশিদ সদস্য সচিব মুসা আল নুরী, লায়ন মো. হোসেন, জাহাঙ্গীর আলম, শামসুল আলম চৌধুরী, আবেদ মনসুর চৌধুরী, রেজাউল করিম কায়সার, আশফাদুল আলম, শাহবুবুল আলম, দিদারুল হক, মো. মুসা, আকতার উদ্দিন চৌধুরী, আনোয়ারুল হক জসিম, জালালউদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়বসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি