পোট সিটি পরিবহনের বাস, মিনিবাস কাউন্টার সার্ভিস উদ্বোধন

62

পোট সিটি পরিবহন (প্রাইভেট)লিঃ এর ৫ ও ৬নং রুটে পারমিটধারী বাস, মিনিবাস কাউন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে লালদীঘির পূর্বপাড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন ফিতা কেটে এই কাউন্টার উদ্বোধন ?রেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে সিটি মেয়র বলেন, নগরীর পরিবহনখাতে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষে অতিসহসা বাস মালিক-শ্রমিক, পুলিশ প্রশাসন এবং বিআরটিএ নিয়ে বৈঠকের আয়োজন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৈঠকে পরিববহন সেক্টরে শৃংখলা ,বাস মালিক-শ্রমিকদের সমস্যা, বিআরটিএ লাইসেন্স প্রদান জটিলতা, গাড়ি ফিটনেস,পারমিট এবং নতুন বাস রাস্তায় নামানো সংক্রান্তসহ বিবিধ বিষয় আলোচনায় প্রাধান্য পাবে। তিনি বলেন নগরীতে চলাচলরত যাত্রী পরিবহন গাড়িগুলো শৃংখলাবদ্ধ থাকা অপরিহার্য। গাড়িগুলো যেন সারিবদ্ধভাবে চলে, যত্রতত্র যেন পার্কিং না হয়। সবাই যেন ট্রাফিক আইন মেনে চলে । সেই বিষয়ে জনসচেতনা তৈরি করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। মেয়র বলেন যেখানে যাত্রী উঠানামা, যত্রতত্র রাস্তা পারাপার ,পার্কিং উল্টো পথে চলাসহ প্রাণহানির অন্যতম কারণ। পরিবহন জগতে বিশৃংখলা কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না বলে তিনি সকলকে সর্তক করে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মাহবুবুল হক মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফর আলী, কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি মনজুরুল আলম চৌধুরী মনজুু, বন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুর আহমদ, অতিরিক্ত মহাসচিব গোলাম রসুল বাবুল, মো. তৌহিদুল করিম, বাঁশখালী কোস্টার মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক হাসান চৌধুরী ও শ্রমিক নেতা অলি আহমদ প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন গোলাম রসুল বাবুল। নগরীর ৬নং রোড়ে যাত্রী পরিবহনের জন্য নন-এসি সম্পন্ন ৬৬টি গাড়ি রাখা হয়েছে। এগুলো লালদীঘির পাড় থেকে কাঠগড় ,কাঠগড় থেকে লালদীঘি পর্যন্ত ভাড়া হচ্ছে প্রতিজন ৩০ টাকা। প্রতি ৩ কিলোমিটার ভাড়া ১০টাকা অর্থাৎ উঠা-নামাই হচ্ছে ১০ টাকা। সিট ক্যাপাসিটির বিশেষায়িত এ সার্ভিসটি প্রতি ১০ মিনিট অন্তর লালদিঘীর পূর্ব পাড় এবং কাটগড় থেকে লালদিঘী চলাচল করবে। বিজ্ঞপ্তি

পোট সিটি পরিবহনের বাস, মিনিবাস কাউন্টার সার্ভিস উদ্বোধন

পোট সিটি পরিবহন (প্রাইভেট)লিঃ এর ৫ ও ৬নং রুটে পারমিটধারী বাস, মিনিবাস কাউন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে লালদীঘির পূর্বপাড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন ফিতা কেটে এই কাউন্টার উদ্বোধন ?রেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে সিটি মেয়র বলেন, নগরীর পরিবহনখাতে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষে অতিসহসা বাস মালিক-শ্রমিক, পুলিশ প্রশাসন এবং বিআরটিএ নিয়ে বৈঠকের আয়োজন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৈঠকে পরিববহন সেক্টরে শৃংখলা ,বাস মালিক-শ্রমিকদের সমস্যা, বিআরটিএ লাইসেন্স প্রদান জটিলতা, গাড়ি ফিটনেস,পারমিট এবং নতুন বাস রাস্তায় নামানো সংক্রান্তসহ বিবিধ বিষয় আলোচনায় প্রাধান্য পাবে। তিনি বলেন নগরীতে চলাচলরত যাত্রী পরিবহন গাড়িগুলো শৃংখলাবদ্ধ থাকা অপরিহার্য। গাড়িগুলো যেন সারিবদ্ধভাবে চলে, যত্রতত্র যেন পার্কিং না হয়। সবাই যেন ট্রাফিক আইন মেনে চলে । সেই বিষয়ে জনসচেতনা তৈরি করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। মেয়র বলেন যেখানে যাত্রী উঠানামা, যত্রতত্র রাস্তা পারাপার ,পার্কিং উল্টো পথে চলাসহ প্রাণহানির অন্যতম কারণ। পরিবহন জগতে বিশৃংখলা কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না বলে তিনি সকলকে সর্তক করে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মাহবুবুল হক মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফর আলী, কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি মনজুরুল আলম চৌধুরী মনজুু, বন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুর আহমদ, অতিরিক্ত মহাসচিব গোলাম রসুল বাবুল, মো. তৌহিদুল করিম, বাঁশখালী কোস্টার মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক হাসান চৌধুরী ও শ্রমিক নেতা অলি আহমদ প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন গোলাম রসুল বাবুল। নগরীর ৬নং রোড়ে যাত্রী পরিবহনের জন্য নন-এসি সম্পন্ন ৬৬টি গাড়ি রাখা হয়েছে। এগুলো লালদীঘির পাড় থেকে কাঠগড় ,কাঠগড় থেকে লালদীঘি পর্যন্ত ভাড়া হচ্ছে প্রতিজন ৩০ টাকা। প্রতি ৩ কিলোমিটার ভাড়া ১০টাকা অর্থাৎ উঠা-নামাই হচ্ছে ১০ টাকা। সিট ক্যাপাসিটির বিশেষায়িত এ সার্ভিসটি প্রতি ১০ মিনিট অন্তর লালদিঘীর পূর্ব পাড় এবং কাটগড় থেকে লালদিঘী চলাচল করবে। বিজ্ঞপ্তি