‘পেন্সিল’ এসেছে নবীন লেখকদের বই নিয়ে

159

নতুন লেখকদের বই নিয়ে মেলায় এসেছে প্রকাশনা সংস্থা ‘পেন্সিল’। সাহিত্য চর্চার নতুন প্ল্যাটফরম হিসেবে অনলাইন জগৎ থেকে প্রকাশনার জগতে এসেছে প্রতিষ্ঠানটি। আত্মপ্রকাশের বছরেই পেন্সিল বাজারে এনেছে ৫২টি বই। তরুণ লেখকদের এসব বইয়ের মধ্যে নির্বাচিত গল্প, কবিতা, ছড়া, ভ্রমণ কথাসহ নানা বিষয় রয়েছে। বইমেলায় পেন্সিলের স্টলে বইপ্রেমীদের জটলা রয়েছে। ব্যতিক্রমী ডিজাইনে সাজানো হয়েছে স্টলটি। যার কারণে দর্শনার্থীদের নজরও কাড়ছে।
কথা হলে স্টলের কর্মী সাইফ মো. মাইনুল হাসান বলেন, পেন্সিল থেকে এবার ৫২টি বই প্রকাশ হয়েছে। আমাদের স্টলের সবগুলো বই নতুন। সবাই নবীন লেখক। অনলাইন পেইজে লিখতে লিখতেই তারা আজকের অবস্থানে এসেছেন। মেলায় আমরা ভালো সাড়া পাচ্ছি। আমাদের স্টলে ভিড় যেমন আছে তেমনি বিক্রিও ভালো হচ্ছে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহিত্যচর্চা থেকেই যাত্রা পেন্সিলের। ২০১৬ সালে তরুণ লেখকদের অনলাইন প্ল্যাটফরর্ম হিসেবে যাত্রা শুরু হয়। ফেসবুক গ্রæপ থেকেই যাত্রা করে সবার নজরে আসে পেন্সিল। সাহিত্য চর্চার পরিধি আরো বাড়াতে প্রকাশনায় আসে পেন্সিল। বইমেলাতে দারুণ সাড়া পাচ্ছে প্রতিষ্ঠানটি।
অমর একুশে বইমেলার যুগ্ম সচিব জামাল উদ্দিন বলেন, সাহিত্যপ্রেমী মানুষের পদচারণায় বইমেলা মুখর হয়ে উঠেছে। বিক্রিও ভালো হচ্ছে। ক্রমান্বয়ে বই বিক্রির পরিমাণ বাড়ছে। স্টলে স্টলে মানুষের ভিড় জমছে।
পেন্সিল প্রকাশন থেকে বইমেলায় আসা বইগুলো হলো, স্মৃতি ভদ্রের অন্তর্গত নিষাদ্ ও পায়রা রঙ্গের মেঘ, ইশরাত মাহেরীন জয়ার কোনো এক শ্রাবণে, রেশমী রফিকের প্রতিশোধ, পলাশ পুরকায়স্তের মেসমেট, মাহরীন ফেরদৌসের কাচবন্দি সিম্ফনি, আসাদুজ্জামান জুয়েলের পলাতক, রাজীব বিশ্বাসের তুলশি তলা, রুহু রুহেলের তরঙ্গের নোনা জলে, শামীমা হক ঝর্ণার ছায়ানারী, সালমা সুলতানার শিশিরের শব্দে তোমার খুঁজি, নাঈমা পারভীন অনামিকার ক্ষরণ, মারজানা সাবিহা সুচীর অন্তশলিলা, আন্দালিব রাশদীর যে রাতে আমার স্ত্রী, শাবান ইসলাম বন্যার একমুঠোয় হৃদকথন, মনিজা রহমানের অশুভ কাল, সুবর্ণ্য আদিত্যের ফারদুন সিরিজ, ইফতেখার মাসুমের ডাহুকেরা ভিজে যায়, মাহমুদ রেজার ছড়ার মেলা, রিদওয়ান আক্রামের ফাইজা আর চড়াই মশাই, লুনা লাবিবের নৈঃশব্দের অনুরগ, এফকে সয়ফলের চিত্র বিক্ষেপ, নিবেদিতা আইচের কিছু গল্প অবাঙমুখ, তাবাসসুম নাজের হেডিসের রাজ্যে, রীলা মনসুরার ভালোবাসা ও বিষন্নতা গল্প, শারমিন আঞ্চুমের নির্বাসন, আলদালিব রাশদির পাখিরা, দেবদ্যুতি রায়ের সুখ পাখির বিষাদ মুল, নিসা মাহজাবীনের মিশন হাকিম নগর, নাদিয়া রাবিনের প্রেমাঞ্জলি, পলাশ বসুর কাঁধে ঝোলা চলল ভোলা, এসএম নিয়াজ মাওলার ভ্রষ্ট সময়ের নষ্ট গল্প, ইফতেষার মাহমুদের অনুপস্থিত, নাসরিন খুশি ও সাদিয়া শারমিন পিঙ্কীর পেন্ডোরার বাক্স, মাসুম হোসেন চৌধূরীর ইউরোপের ডাকে, ফারহানা লিজার চিরকুট, সামারা তিন্নির কফিশপ, নাগিব মাহফুজের দ্য ডে লিডার ওয়াজ কিন্ড, আহমেদ বাবলুর পাতার কাছে চিঠি, পার্ল এস বাক ও শওকত হোসেনের লেটার ফ্রম পিকিং, বাউল সাজুর উত্তরসূরীর উত্তাপ, হামীম কামরুল হকের মঙ্গলবারের জন্য অপেক্ষা, প্রশান্ত মৃধার নিজস্ব মুদ্রা দোষ, মেহেদী হাসান তামিমের তমসামেদুর প্রেম, শাহীন রেজা রাসেলের মন গহীনে বিরান বাড়ি, পিন্সিলর পিন্সিল সংকলন গল্প, পেন্সিল সংকলন কবিতা, লুনা নুসরাতের শোধ, সিরাজুল সালেকীনের আবর্তনে, সফিক জামানের ছায়াহীন ছন্দলোকে, সাইফুল আলম মুকুলের গল্পের বই, রাখী নাহিদের ইন এ কম্পিøকেটেড রিলেশানশিপ ও এশরার লতিফের গোধূলী রিসোর্ট ।
উল্লেখ্য, সৃজনশীল প্রকাশনা পরিষদের সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৯ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে। আগামী ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ঢাকা ও চট্টগ্রামের ১১০টি প্রকাশকের স্টল রয়েছে।