পেনিনসুলায় শ্রীলংকান ঐতিহ্যবাহী ‘তাপ্রোবান ফুড ফেস্টিভ্যাল’

37

শ্রীলংকা এবং শ্রীলংকান উপদ্বীপের ঐতিহ্যবাহী নানা মুখরোচক খাবারের রাজকীয় বুফে আয়োজন নিয়ে চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এ শুরু হয়েছে ‘তাপ্রোবান ফুড ফেস্টিভ্যাল’। গত শুক্রবার সন্ধ্যায় পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে ১৪ দিনব্যাপী এই ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকান হাই কমিশনার কৃষান্তে ডি সিলভা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম সিকদার, জেনারেল ম্যানেজার মুশতাক এইচ লুহার। এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পর্যায়ের কর্পোরেট প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রীলংকার ঐতিহ্যবাহী নানা ট্রাডিশনাল খাবারের সাথে হোটেল পেনিনসুলায় আসা দেশি-বিদেশি অতিথি এবং নগরবাসীকে পরিচয় করিয়ে দিতে দি পেনিনসুলা চিটাগাং তাপ্রোবান ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছে।
ফ্যাস্টিভ্যাল উপলক্ষ্যে সম্পূর্ণ লেগুনা রেস্টুরেন্টটি শ্রীলংকার ঐতিহ্যবাহী থিমে সাজানো হয়েছে। আয়োজন করা হয়েছে শ্রীলংকান শিল্পীর পরিবেশনায় লাইভ মিউজিক। শ্রীলংকা এবং শ্রীলংকান উপদ্বীপের ৮০ ধরনের বৈচিত্রময় ফুড এবং ২০ ধরনের মিষ্টান্ন/ডেজার্ট দিয়ে তাপ্রোবান ফুড ফেস্টিভ্যালের বুফে সাজানো হয়েছে। শ্রীলংকান রাজকীয় এই বুফের মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা (অল ইনক্লুডিং)। তবে এই বিশেষায়িত বুফে আয়োজন একটি কিনলে একটি ফ্রি অফার থাকবে সবার জন্য। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে তাপ্রোবান ফুড ফেস্টিভ্যাল চলবে। টেবিল সংরক্ষণের জন্য এবং এই ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত তথ্য ০১৭৫৫৫৪৫৫২ এই নম্বরে জানা যাবে। বিজ্ঞপ্তি