পেকুয়া কৃষি সম্প্রসারণ কার্যালয় পরিদর্শনে কক্সবাজরের অতিরিক্ত উপ-পরিচালক

40

পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় পরিদর্শন করেছেন সদ্য পদোন্নতি পাওয়া কক্সবাজরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো.আতিক উল্লাহ। গত মঙ্গলবার দুপুরে তিনি পরিদর্শনে যান। এদিন দুপুর ১২টার দিকে তিনি পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে পৌঁছালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন কুমার রায়সহ কৃষি বিভাগের লোকজন তাকে ফুলের তোড়া দিয়ে সুভেচ্ছা জানান। পরে অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো,আতিক উল্লাহ কৃষি বিভাগের লোকজনের সাথে সুভেচ্ছা বিনিময় ও পেকুয়া উপজেলার আমন আবাদের অগ্রগতির ব্যাপারে খোঁজ খবর নেন। এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমির উল্লাহ সিকদার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজেম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে ইমাম হোসাইন, শামশুদ্দিন, কাইছার উদ্দিন, গোলাম মোস্তফা, বাবলী রাণী সুশীল, অপরূপ দে, মো. সৈয়দ আলম, মোকাদ্দেস মো. রাসেল, মাহবুব আলম, মিজবাহ উদ্দিন, শাওন দেব, নাজনীন আক্তার, ইয়াসমিন জন্নাত, মোহাম্মদ ইসমাইল ও মিরশাদুল ইসলামসহ কৃষি বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। এদিন বিকালের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো,আতিক উল্লাহ পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলতি মৌসূমে রোপনকৃত আমন আবাদের অগ্রগতি পর্যবেক্ষনের পাশাপাশি পেকুয়া চৌমহনী ও টৈটং বাজারস্থ বিসিআইসি’র সার ডিলারের দোকান পরিদর্শন করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন কুমার রায়সহ স্ব স্ব ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।