পেকুয়ায় কমিউনিটি ক্লিনিকের স্থাপনা নির্মাণে বাধা

11

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় কমিউনিটি ক্লিনিকের স্থাপনা নির্মাণে প্রভাবশালী মহল কর্তৃক বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে। এব্যাপারে উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা ডা. মুজিবুল হক। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিলখালী ইউনিয়নে জনতা বাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য অভিযোগকারী ৫ শতক জমি দান করেন। ইতোমধ্যে সে জমির উপর কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়। কিন্তু ক্লিনিকের বাউন্ডারি না থাকার সুবাধে একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে আহমদ হোছাইন ক্লিনিকের জায়গা দখল করে নেয়। পাশাপাশি ক্লিনিকের জন্য বসানো টিউবওয়েল নিজের বলে দাবী করে বাউন্ডারি স্থাপনে বাধা প্রদান করছে। এব্যাপারে শিলখালী জনতা বাজার কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও স্থানীয় এমইউপি মো. ছৈয়দুল হক বলেন, ক্লিনিকে নির্মাণের সময় টিউবওয়েলটা আহমদ হোছাইনেত সীমানা লাগোয়া বসানো হয়। তখন ক্লিনিকের কোন বাউন্ডারি ছিলোনা। এখন ক্লিনিক কর্তৃপক্ষ বাউন্ডারি দিতে গেলে আহমদ হোছাইন বাধা দিচ্ছেন। অভিযোগের ব্যাপারে জানতে আহমদ হোছাইনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি। শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোছাইন বলেন, এখনো লিখিত অভিযোগ হাতে আসেনি। অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।